ভারতে ভারী বৃষ্টি ৩০ জনের মৃতু্য

প্রকাশ | ২০ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের হিমাচল প্রদেশ, উত্তরখন্ড ও পাঞ্জাব রাজ্যে ভারী বৃষ্টিপাত চলাকালে বিভিন্ন ঘটনায় অন্তত ৩০ জনের মৃতু্য হয়েছে। রোববার দিনভর ভারী বৃষ্টিপাতের পর যমুনা ও ওই অঞ্চলের অন্যান্য নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই হওয়ায় দিলিস্ন, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ভারতে কেরালায় বন্যায় মৃতের সংখ্যা ১২১ জনে দাঁড়িয়েছে। বন্যায় কর্ণাটকে মৃতের সংখ্যা ৭৬ ছাড়িয়ে গেছে। হিমাচলে বৃষ্টি সম্পর্কিত বিভিন্ন ঘটনায় অন্তত ২৪ জনের মৃতু্য হয়েছে। এদের মধ্যে দুইজন নেপালি নাগরিকও রয়েছেন। প্রবল বৃষ্টির কারণে রাজ্যটির কুলস্নু এলাকায় বিদেশিসহ ২৫ জন পর্যটক দুই দিন খাবার ও আশ্রয়বিহীন অবস্থায় আটকে থাকার পর রোববার তাদের উদ্ধার করা হয়েছে। রাজ্যটির বিভিন্ন জায়গায় ভূমিধসের ঘটনায় কয়েকশ' পর্যটক ও স্থানীয় লোক আটকা পড়ে আছেন। সংবাদসূত্র : এনডিটিভি