সিরিয়ার বিদ্রোহীদের সহায়তার আশা ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

অস্ত্রবিরতির পর রাশিয়ার প্রথম বিমান হামলা

প্রকাশ | ২৪ জুন ২০১৮, ০০:০০ | আপডেট: ২৪ জুন ২০১৮, ২৩:৫৬

যাযাদি ডেস্ক
বিদ্রোহীদের ওপর বিমান হামলা
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের মাকির্ন সামরিক বাহিনীর সহায়তার আশা ছাড়তে বলেছে ওয়াশিংটন। রোববার প্রথমবারের মতো জডার্ন ও ইসরাইলের দখলকৃত গোলান মালভ‚মি সীমান্ত অঞ্চলে রাশিয়ার বিমান হামলার পর বিদ্রোহীদের নিজেদের পথ দেখতে বললো যুক্তরাষ্ট্র। সংবাদসূত্র : গাডির্য়ান, এএফপি অনলাইন বাশার বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীগোষ্ঠী ‘ফ্রি সিরিয়ান আমির্’র প্রধানের কাছে ওয়াশিংটন বলেছে, ‘আমাদের সামরিক হস্তক্ষেপের প্রত্যাশার ওপর ভিত্তি করে আপনাদের কোনো সিদ্ধান্ত নেয়া উচিত হবে না।’ দক্ষিণ সিরিয়ায় বাশার বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীগোষ্ঠীগুলোকে সাত বছর ধরে অস্ত্র ও সমথর্ন জুগিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। কিন্তু বিশ্লেষকদের মতে, গত বছর ট্রাম্প প্রেসিডেন্ট নিবাির্চত হওয়ার পর বিদ্রোহীদের সহায়তা প্রকল্প বন্ধ করে দিয়েছেন। গত বছর সিরিয়ার দক্ষিণে ‘যুদ্ধবিরতি অঞ্চল’ নিধার্রণে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি হয়। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, এরপরও ওই এলাকায় সিরিয়া সরকার ও রাশিয়া বিমান হামলা চালিয়ে আসছে। শুক্রবার নিরাপত্তা পরিষদে মাকির্ন দূত নিকি হ্যালি, ‘যুদ্ধবিরতি অঞ্চলের চুক্তির গুরুতর লঙ্ঘন এবং এর বিরুদ্ধে কঠিন ও যথাথর্ পদক্ষেপ নেয়া হবে।’ হ্যালির এই বক্তব্যে সিরিয়ার বিদ্রোহীরা আশার আলো দেখতে পেয়েছিল। গত রোববার ওয়াশিংটনের বাতার্য় বিদ্রোহীদের বলা হয়েছে, ‘আপনার যে কঠিন পরিস্থিতি মোকাবেলা করছেন, সেটা আমাদের যুক্তরাষ্ট্র সরকার বুঝতে পারছে এবং আমরা এখনো রাশিয়া ও সিরিয়ার শাসকদের সামরিক পদক্ষেপ না নেয়ার অনুরোধ জানিয়ে আসছি।’ অস্ত্রবিরতির পর রাশিয়ার প্রথম বিমান হামলা এদিকে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। পযের্বক্ষণকারী সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি’ এ কথা জানিয়েছে। রোববার রাতে এই হামলা চালানো হয়। প্রায় এক বছর আগে অস্ত্রবিরতির পর এই প্রথম সেখানে রাশিয়া হামলা চালালো। খবরে বলা হয়, সরকারি বাহিনীকে স্থলযুদ্ধে সহায়তার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। বাশার বাহিনী ওই অঞ্চলে অভিযানে প্রস্তুতি শেষ করেছে। রাজধানী দামেস্কের নিরাপত্তা নিশ্চিত করার পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দারা ও সওদা বিদ্রোহীদের কবল থেকে নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছেন। কয়েক সপ্তাহ ধরে তিনি ওই অঞ্চলে সেনা সমাবেশ বাড়াচ্ছেন, বিদ্রোহীদের প্রতি আত্মসমপের্ণর আহŸান জানাচ্ছেন এবং সাম্প্রতিক দিনগুলোতে বোমা হামলা জোরদার করেছেন। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ রোববার জানিয়েছে, গত রাতে বাশারের মিত্র রাশিয়া দারায় বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরগুলোতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ২০১৭ সালের গ্রীষ্মকালের পর এই প্রথম রাশিয়া হামলা চালাল। মানবাধিকার সংগঠনটি জানায়, রাশিয়া বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় অন্তত ২৫টি বিমান হামলা চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।