মোদি-ইমরানের সঙ্গে ফোনালাপ

পাক-ভারত উত্তেজনা হ্রাসের আহ্বান ট্রাম্পের

প্রকাশ | ২১ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ডোনাল্ড ট্রাম্প ইমরান খান নরেন্দ্র মোদি
যাযাদি ডেস্ক কাশ্মীর নিয়ে উত্তেজনা হ্রাস ও ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করা নিয়ে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার টেলিফোনে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলেন বলে জানা গেছে। সংবাদসূত্র : রয়টার্স, এনডিটিভি এ বিষয়ে এক টুইটার পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'আমার দুই ভালো বন্ধু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বললাম। বাণিজ্য, কৌশলগত অংশীদারিত্ব এবং সবচেয়ে গুরুত্ব দিয়ে ভারত ও পাকিস্তানকে কাশ্মীরে উত্তেজনা হ্রাসের জন্য কাজ করতে বললাম। কঠিন পরিস্থিতি, কিন্তু ভালো আলাপ হয়েছে।' আগে থেকেই দিলিস্ন ও ইসলামাবাদের মধ্যে শত্রম্নতার সম্পর্ক বিদ্যমান, এর মধ্যে কাশ্মীরের ভারতীয় অংশের বিশেষ মর্যাদা বিলোপ করার দিলিস্নর সিদ্ধান্তে দুই দেশের সম্পর্ক আরও নাজুক হয়েছে। ভারতের ওই সিদ্ধান্তে পাকিস্তান ক্ষিপ্ত প্রতিক্রিয়া প্রকাশ করে দুই দেশের মধ্যে যান চলাচল ও দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ করে দিয়ে ইসলামাবাদ থেকে ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। এক বিবৃতিতে ভারত সরকার জানিয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পকে বলেছেন, ভারতের বাণিজ্যমন্ত্রী ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে ফের আলোচনায় বসবেন বলে আশা করছেন তিনি। ট্রাম্প ও মোদির মধ্যে বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে বলে ওয়াশিংটন নিশ্চিত করেছে। এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, 'বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র ও ভারতের অর্থনৈতিক মিত্রতা কীভাবে আরও জোরদার করার দিকে এগিয়ে নিতে পারেন, তা নিয়ে আবারও আলোচনা করেছেন দুই নেতা এবং তারা শিগগিরই আবার দেখা করার প্রত্যাশা করছেন।' ফোনে কথা বলার সময় ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তার বিষয়টির ওপরও জোর দিয়েছেন বলে ওই বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে 'উত্তেজনা ও বাদানুবাদের হ্রাসের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার' জন্য ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও কথা বলেছেন বলে বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস। তারা জানায়, পরিস্থিতির আরও অবনতি এড়ানোর প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করে উভয়পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।' এদিকে, কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হুমকির সুরে বলেছেন, 'পরমাণু শক্তির আগে প্রয়োগ ভারতের নীতি নয়। কিন্তু প্রয়োজনে তা থেকে বেরিয়ে আসতেও হতে পারে।' পরে গত রোববার তিনি স্পষ্ট জানিয়ে দেন, 'এবার আর কাশ্মীর নিয়ে আলোচনা নয়। বৈঠক হবে কেবল পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মির নিয়ে।' অন্যদিকে, ভারতের পারমাণবিক অস্ত্র নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সতর্ক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আরেক বার্তায় ভারতকে অ্যাডলফ হিটলারের নাৎসি জার্মানির সঙ্গে তুলনা করেছেন পাক প্রধানমন্ত্রী। হিটলারের মতাদর্শের সঙ্গে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আদর্শের মিল রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।