সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২১ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিতর্কিত মন্তব্য :ক্ষমা চাইলেন জাকির যাযাদি ডেস্ক ধর্ম-বিদ্বেষমূলক মন্তব্যের জের ধরে মালয়েশিয়ার নাগরিকদের কাছে ক্ষমা চাইলেন বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েক। বক্তৃতা দেয়ার ক্ষেত্রে পুলিশের নিষেধাজ্ঞা আরোপের পর মঙ্গলবার তিনি এ ক্ষমা প্রার্থনা করেন। জাকির নায়েক বলেছেন, 'কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বিব্রত করার ইচ্ছা কখনোই আমার ছিল না। এটা ইসলামের মৌলিক শিক্ষার বিরোধী এবং এই ভুল বোঝাবুঝির জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।' এর আগে দেশটির পুলিশ জানায়, 'জাতিগত সম্প্রীতি রক্ষায়' জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। চলতি মাসের প্রথম দিকে মালয়েশিয়ার কেলানতান রাজ্যের কোটা বারুতে এক অনুষ্ঠানে জাকির নায়েক বলেছিলেন, মালয়েশিয়ার হিন্দুরা প্রধানমন্ত্রী মাহাথিরের চেয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি বেশি অনুগত। এ ছাড়া তাকে ভারতে ফিরে যাওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে জাকির নায়েক বলেন, মালয়েশিয়ার পুরানো অতিথি হচ্ছে মুসলমানরা। আর নতুন অতিথি হচ্ছে চীনারা। ফিরে যাওয়ার প্রশ্ন উঠলে আগে নতুন অতিথি, অর্থাৎ চীনাদের চলে যাওয়া উচিত। যদিও মালয়েশিয়ায় বর্ণ ও ধর্মীয় ইসু্যটিকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে বিবেচনা করা হয়। জাকির নায়েকের বক্তব্যের ইসু্যটি সম্প্রতি মালয়েশিয়ার রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছিল। খোদ প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছিলেন, তদন্তে জাকিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার স্থায়ী আবাসিক মর্যাদা বাতিল করা হতে পারে। সংবাদসূত্র: রয়টার্স কন্যা সন্তানের জন্ম দেয়ায় তিন তালাক যাযাদি ডেস্ক কন্যা সন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে তিন তালাক দেয়ার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহরে। রোববার অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজিয়াবাদের পুলিশ সুপার জানিয়েছেন, মাসুরি থানায় একটি এফআইআর দায়ের করা হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীকে হেনস্তা করত অভিযুক্ত ওই ব্যক্তি। এক মাস আগে কন্যা সন্তানের জন্ম দেয়ায় তার স্ত্রীকে তিন তালাক দেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পেশায় এক কৃষক। গত বছর হাপুরে তার বিয়ে হয়। সম্প্রতি গাজিয়াবাদে গিয়ে থাকা শুরু করে ওই দম্পতি। শ্বশুরবাড়ির লোকজন ওই নারীর থেকে যৌতুক হিসেবে একটি গাড়ি দাবি করেছিল। ওই নারীর অভিযোগ, কন্যা সন্তানের জন্ম দেয়ার পরই তাকে বাপের বাড়ি ফিরে যেতে বলা হয়। শ্বশুরবাড়ির লোকেরা বলে, গাড়ি আনতে পারলে তবেই তিনি শ্বশুরবাড়ি ফিরতে পারবেন। দুটি পরিবারকে ডেকে সমঝোতার চেষ্টা করা হলেও তাতে সমাধান হয়নি। এরপর শনিবার মেয়েটিকে তিন তালাক দেয় তার স্বামী। সংবাদসূত্র: ইনডিয়ান এক্সপ্রেস লাওসে চীনের ১৩ পর্যটক নিহত যাযাদি ডেস্ক লাওসে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় চীনের অন্তত ১৩ পর্যটক নিহত হয়েছেন। বাসটি রাস্তা থেকে ছিটকে গিরিখাতের ৩০ মিটার গভীরে পড়ে যায়। মঙ্গলবার দেশটির এক পুলিশ কর্মকর্তা একথা জানান। সোমবার রাতে এ মর্মান্তিক দুর্ঘটনার সময় বাসটিতে চীনের ৪০ নাগরিককে বহন করা হচ্ছিল। তারা পর্যটন শহর লুয়াং প্রবাংয়ের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার জন্য গাড়ির নিয়ন্ত্রণ হারানোকে দায়ী করে পুলিশ জানায়, সকালে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন। দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থাপনার কারণে লাওসে প্রায় এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। সংবাদসূত্র: এএফপি অনলাইন চাঁদের কক্ষপথে চন্দ্রযান-২ যাযাদি ডেস্ক চাঁদের কক্ষপথে পা রাখল ভারতের চন্দ্রযান-২। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ২৮ মিনিটে চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান। এতে সময় লেগেছে ১৭৩৮ সেকেন্ড বা ২৮ মিনিট ৯৬ সেকেন্ড। ইসরোর তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান-২। গত ২২ জুলাই যাত্রা শুরু করে চন্দ্রযান-২। ইসরোর কাছে এটি ছিল বিশাল চ্যালেঞ্জ। কারণ পুরো প্রক্রিয়াটির সাফল্য নির্ভর করছিল চন্দ্রযান-২ এর গতির ওপর। যে গতি নিয়ে এটির চাঁদের কক্ষপথে ঢোকার কথা, তার চেয়ে বেশি গতি থাকলে এটি চাঁদের কক্ষপথ থেকে ছিটকে মহাশূন্যে হারিয়ে যেতে পারত। আর নির্দিষ্ট গতির চেয়ে কমে কক্ষপথে ঢুকলে চাঁদের অভিকর্ষ বলের টানে এটি আছড়ে পড়তে পারত চাঁদের মাটিতে। উৎক্ষেপণের সময় 'জিএসএলভি-মার্ক-৩' রকেটের গতিবেগ ছিল ঘণ্টায় ৩৯ হাজার ২৪০ কিলোমিটার। সংবাদসূত্র: এনডিটিভি