ইয়েমেনে মার্কিন ড্রোন ধ্বংস, ইরানকে দোষ যুক্তরাষ্ট্রের

প্রকাশ | ২৩ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ইয়েমেনে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। বুধবারের এই ঘটনার কথা স্বীকার করে এজন্য ইরানকে দোষারোপ করছে ট্রাম্প প্রশাসন। ফলে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সংবাদসূত্র : সিএনএন, রয়টার্স বুধবার ভোরে হুদিদের আকাশ প্রতিরক্ষা বিভাগ যুক্তরাষ্ট্রে তৈরি উন্নত ড্রোন এমকিউ-নাইন ধ্বংস করে। ধামার প্রদেশের আকাশে ওড়ার সময় মার্কিন ড্রোনটিকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত করা হয়েছে। ফলে তা ভূপাতিত হয়। যুক্তরাষ্ট্রে দাবি, ড্রোন ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রটি হুতিদের ইরান সরবরাহ করেছে। তবে ড্রোনটি মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করছিল, নাকি গোয়েন্দা সংস্থা, তা এখনও জানা যায়নি। অবশ্য হুতিদের দাবি, 'ওই মিসাইল তারা নিজেরাই তৈরি করেছে। ইরানের কাছ থেকে নেয়নি।' ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, 'ইরান সমর্থিত হুতি বাহিনী আমাদের ড্রোন ভূপাতিত কররেছে। এটা সম্ভব হয়েছে ইরান হুতিদের সহায়তা করায়। এতে আরেকবার প্রমাণিত হলো, ইরান সরকার বৈশ্বিক শান্তি চায় না। মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র জানান, 'আমরা স্পষ্ট করেছি যে, এখানে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে। তারা নিরাপত্তার জন্য হুমকি।'