আফগান যুদ্ধে ইরানের সহায়তা চান ট্রাম্প

প্রকাশ | ২৩ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
আফগানিস্তানে সন্ত্রাস দমনের লড়াইয়ে বৈরি দেশ ইরানের সহায়তা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু ইরানই নয়, এ ক্ষেত্রে সাহায্য চেয়েছেন ভারত, রাশিয়া ও তুরস্কেরও। তার দাবি, শুধুমাত্র যুক্তরাষ্ট্র সাত হাজার মাইল দূর থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। সংবাদসূত্র : বিবিসি আইএসের উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে, হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, 'কিছু ক্ষেত্রে রাশিয়া, আফগানিস্তান, ইরান, ইরাক, তুরস্ককেও তাদের লড়াইটা চালাতে হবে। আমরা রেকর্ড সময়ে তাদের পরাজিত করেছি। কিন্তু অন্যান্য যে দেশের আশপাশেও আইএস রয়েছে, তাদেরও কিছু করা দরকার।' তিনি বলেন, 'এই দেশগুলোকেও লড়াই করতে হবে, কারণ আমরা কি সেখানে আরও ১৯ বছর থাকতে চাই? আমার তা মনে হয় না। কাজেই রাশিয়া, ইরাক, ইরান, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের মতো দেশগুলোকেও কিছু ক্ষেত্রে লড়তে হবে।' ভারত ও পাকিস্তান পাশে থেকেও আফগানিস্তানে সন্ত্রাসবাদীদের রুখতে লড়াই চালাচ্ছে না বলে অভিযোগ করে ট্রাম্প বলেন, 'দেখুন এখানে ভারত আছে। তারা লড়ছে না। আমরা সেই লড়াই চালাচ্ছি। পাশের দরজাতেই আছে পাকিস্তান। তারা প্রায় লড়ছেই না। এটা ঠিক নয়।'