'হংকংয়ে উত্তেজনার পেছনে হাত রয়েছে যুক্তরাষ্ট্রের'

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক হংকংয়ে উত্তেজনা ছড়ানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন অঞ্চলটির আইনজীবীরা। মধ্যস্থতার জন্য ওয়াশিংটনের আহ্বান প্রত্যাখ্যান করেছেন তারা। এদিকে, ব্যবসায়িক মন্দা কাটাতে বিক্ষোভ স্থগিত করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। চীনের পক্ষ থেকেও একই আহ্বান জানানো হয়েছে। তবে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স প্রায় পাঁচ মাসের টানা আন্দোলনে অচল হংকং। বৃহস্পতিবারও অঞ্চলটিতে বিক্ষোভে নামে সাধারণ বাসিন্দারা। যাদের অধিকাংশই শিক্ষার্থী। এই অবস্থায় অঞ্চলটিতে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন হংকংয়ের আইনজীবীরা। তারা যুক্তরাষ্ট্র দ্বীমুখী আচরণের নিন্দাও জানান। এদিকে, হংকংয়ের এক হাজার ৬১৪ কর্মকর্তা ও তাদের পরিবারের ব্যক্তিগত তথ্য হ্যাক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত জুনে এগুলো হ্যাক হয়। এর পেছনে কারা জড়িত, তা খোঁজা হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে পাঁচ বছরের জেল হতে পারে। হংকংয়ে চলমান বিক্ষোভ নিয়ে ফেসবুক, টুইটারের পর এবার ইউটিউবে অপপ্রচার চালানোর অভিযোগে ২১০টি চ্যানেল বন্ধ করেছে গুগল।