আমাজনের আগুনকে বৈশ্বিক সংকট বললেন ম্যাখোঁ

জ্জ ফরাসি প্রেসিডেন্টের মন্তব্যে চটেছেন বোলসোনেরো

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পুড়ছে আমাজনের বনাঞ্চল
যাযাদি ডেস্ক 'পৃথিবীর ফুসফুস'খ্যাত আমাজন বনাঞ্চলে চলতি বছরের রেকর্ড অগ্নিকান্ডকে 'বৈশ্বিক সংকট' আখ্যা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। বিষয়টি জি-৭ সম্মেলনের আলোচ্য সূচির শীর্ষে থাকা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। টুইটারে এক মন্তব্যে তিনি বলেন, 'আমাদের ঘর জ্বলছে।' জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও আমাজনে আগুনের ঘটনায় 'গভীর উদ্বেগ' প্রকাশ করেছেন। এদিকে, ম্যাখোঁর মন্তব্যে চটেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো। তিনি বলেছেন, ম্যাখোঁ 'রাজনৈতিক সুবিধা লাভের' জন্য আমাজনের অগ্নিকান্ডকে ব্যবহার করছেন। সংবাদসূত্র : বিবিসি আমাজনের অগ্নিকান্ড এবং পরিস্থিতি নিরসনে ব্রাজিলের বর্তমান সরকারের অবস্থান নিয়ে বিশ্বজুড়েই তীব্র প্রতিবাদ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। চলতি সপ্তাহ হতে যাওয়া জি-৭ সম্মেলনের আয়োজক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ আমাজনের স্বাস্থ্য নিয়ে বিশ্বের উদ্বিগ্ন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমাজন বনাঞ্চল- যে ফুসফুস আমাদের গ্রহের ২০ শতাংশ অক্সিজেন উৎপাদন করে, তা পুড়ছে। জি-৭ সম্মেলনের সদস্য রাষ্ট্ররা, চলুন আগামী দুইদিন এই জরুরি বিষয়টি নিয়েই আলোচনা করি।' জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও বিশ্বের সবচেয়ে বড় চিরহরিত বনাঞ্চলের রেকর্ড অগ্নিকান্ড নিয়ে 'গভীর উদ্বেগ' প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'বৈশ্বিক জলবায়ু সংকটের মধ্যে আমরা অক্সিজেন ও জীববৈচিত্র্যের অন্যতম প্রধান উৎসের এমন ক্ষতি মেনে নিতে পারি না। আমাজনকে অবশ্যই রক্ষা করতে হবে।' ম্যাখোঁর মন্তব্যে চটেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট এদিকে, আমাজনের বনে ভয়াবহ আগুন নিয়ে জাতিসংঘ ও ফ্রান্সের মন্তব্যে ক্ষেপেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তার দাবি, এটি ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয়, এটি নিয়ে কারো নাক গলানো তিনি সহ্য করবেন না। বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তাদের টুইটারে অ্যাকাউন্টে অ্যামাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ম্যাখোঁর মন্তব্যের সমালোচনা করে বলসোনারো তার ফেসবুক পেজে দেয়া ভিডিও বার্তায় বলেন, 'এই দেশগুলো আমাজন রক্ষায় যে অর্থ পাঠায়, তা দাতব্যের উদ্দেশ্যে নয়, বরং তারা আমাদের দেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ করার উদ্দেশ্য নিয়েই পাঠায়।' এর আগে বৃহস্পতিবার তিনি বলেছিলেন, এই আগুন ব্রাজিলের একার পক্ষে নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত সরঞ্জাম নেই। তিনি সাংবাদিকদের বলেছিলেন, 'আমাজন বনাঞ্চল পুরো ইউরোপ মহাদেশের চেয়েও বড়। একা কীভাবে আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? আমাদের এর জন্য পর্যাপ্ত উপকরণ নেই।' আর জি-৭ সম্মেলনে ব্রাজিল অংশগ্রহণ না করায় সেখানে এ অগ্নিকান্ড নিয়ে আলোচনা 'ভুল স্থানে উপনিবেশবাদী মানসিকতা' উন্মোচিত করবে বলে মন্তব্য করেছেন বোলসোনেরো। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ইনপে উপগ্রহ থেকে পাওয়া তথ্যে চলতি বছর ব্রাজিলজুড়ে আগের বছরের একই সময়ের তুলনায় ৮৫ শতাংশ বেশি অগ্নিকান্ডের খবর জানিয়েছে। এই অগ্নিকান্ডের বেশিরভাগই সংঘটিত হয়েছে আমাজন অঞ্চলে। পরিবেশবাদীরা এজন্য আমাজন নিয়ে বোলসোনেরো সরকারের নীতিকেই দায়ী করছেন।