জাকিরকে এখনই ভারতে পাঠাবে না মালয়েশিয়া

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক এখনই জাকির নায়েককে ভারতে পাঠাবে না মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জাকিরকে ফেরত না পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদসূত্র : স্ট্রেইট টাইমস। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মাহাথির মোহাম্মদ বলেন, 'এখন পর্যন্ত আমি আমার অবস্থান বদলাইনি। জাকির নায়েককে তার দেশে ফেরত পাঠানো হবে কি-না, সে বিষয়ে প্রশ্ন করা হলে এমন মন্তব্য করেন মাহাথির। সম্প্রতি মালয়েশিয়ায় বেশ বিপাকে রয়েছেন ভারতীয় ধর্ম প্রচারক ও বক্তা জাকির নায়েক। এরই মধ্যে দেশটির সব প্রদেশে তার ধর্মীয় বক্তব্য রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন জাকির নায়েক। সেখানে তাকে স্থায়ী নাগরিকত্ব দেয়া হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নিজের বক্তব্যের কারণে তাকে মালয়েশিয়া থেকে ভারতের ফেরত পাঠানোর দাবি উঠেছে। অর্থ পাচারের সঙ্গে জড়িত এবং জাতিগত বিদ্বেষ ছড়িয়েছেন বলে জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে ১১৫টি অভিযোগ দায়ের করা হয়েছে। এ পর্যন্ত বেশ কয়েকবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে মালয়েশিয়ার ফেডারেল পুলিশ। বৃহস্পতিবার বিকালে কুয়ালামপুরে ফেডারেল পুলিশ সদর দপ্তরে তাকে তৃতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ করা হয়।