সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ইসরাইলের সংশ্লিষ্টতা ইরাক বিস্ফোরণে যাযাদি ডেস্ক ইরাকে অবস্থিত ইরান সমর্থিত লক্ষ্যবস্তুতে হামলায় ইসরাইলের সম্ভাব্য সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার রুশ ভাষার ইসরাইলি টেলিভিশন চ্যানেল ৯-এ সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি সরাসরি ইরাকের নাম উলেস্নখ না করে জানান, বহু স্থানে ইরানের পরিকল্পনা নস্যাৎ করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। গত কয়েক সপ্তাহে ইরাকের আধাসামরিক বাহিনীর বেশ কয়েকটি অস্ত্রভান্ডার ও ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব বাহিনীর বেশ কয়েকটিকে সমর্থন করে আসছে ইসরাইলের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান। বুধবার আক্রান্ত বাহিনীগুলোর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, এসব বিস্ফোরণের নেপথ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ভূমিকা রয়েছে। বৃহস্পতিবার চ্যানেল ৯-এ সম্প্রচারিত সাক্ষাৎকারে নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয়, প্রয়োজন পড়লে ইরাকে অবস্থিত ইরানি লক্ষ্যবস্তুতে ইসরাইল কোনো ব্যবস্থা নেবে কি? জবাবে তিনি বলেন, 'আমরা ব্যবস্থা নিচ্ছি- কেবল প্রয়োজন পড়লে নয়। বহু স্থানে আমরা এমন এক রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, যারা আমাদের ধ্বংস করতে চায়। নিশ্চয়ই আমি নিরাপত্তা বাহিনীকে উন্মুক্তভাবে কাজ করার সুযোগ দিয়েছি, আর ইরানের পরিকল্পনা নস্যাৎ করতে প্রয়োজনীয় সব কিছু করার নির্দেশনা দিয়েছি।' সিরিয়ায় শত শত হামলার দায় স্বীকার করে ইসরাইল দাবি করেছে, এর অনেকগুলোই ইরানি লক্ষ্যবস্তু টার্গেট করে পরিচালনা করা হয়েছে। সংবাদসূত্র : রয়টার্স হামজার নিহতের খবর নিশ্চিত যাযাদি ডেস্ক আল-কায়েদার নিহত নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের নিহতের খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার রাতে 'ফক্স নিউজ'কে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বিষয়টি নিশ্চিত করেন। এসপার বলেছেন, 'এ বিষয়ে বিস্তারিত তথ্য আমার কাছে নেই। তবে আমার কাছে যদিও তা থাকে, তবে আপনার কাছে কতটুকু প্রকাশ করব, তা আমি নিশ্চিত নই।' চলতি মাসের প্রথমদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, গত দুই বছর ধরে চলা মার্কিন অভিযানে নিহত হয়েছেন হামজা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা অবশ্য ওই সময় এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ২০১১ সালে মার্কিন বাহিনীর কমান্ডো অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। ধারণা করা হয়, ওসামার পর তার ছেলে হামজা বৈশ্বিক এই সন্ত্রাসী গোষ্ঠীর হাল ধরবেন। এছাড়াও কয়েকটি অডিওবার্তায় হামজা যুক্তরাষ্ট্রের ওপর হামলার আহ্বানও জানিয়েছিলেন। সংবাদসূত্র : বিবিসি ভাসমান পরমাণু চুলিস্নর যাত্রা যাযাদি ডেস্ক রাশিয়া বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক চুলিস্নর যাত্রা শুরু রেছে। শুক্রবার আর্কটিক থেকে এর যাত্রা শুরু হয়। পরিবেশবিদরা এ অঞ্চলের চরম ঝুঁকির ব্যাপারে সতর্ক করা সত্ত্বেও মস্কো এটা শুরু করছে। পারমাণবিক জ্বালানি ভর্তি আকেদেমিক লোমোনোসোভ রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাইবেরিয়ার উদ্দেশে আর্কটিকের মুরমানস্ক বন্দর ছেড়ে যাবে। সেখানে পৌঁছাতে এটিকে পাঁচ হাজার কিলোমিটার সমুদ্রপথ অতিক্রম করতে হবে। রাশিয়ার পরমাণু সংস্থা 'রোসাতম' বলছে, চুলিস্নটি হচ্ছে স্থলে নির্মিত একটি প্রচলিত কেন্দ্রের বিকল্প মাত্র। আর এটি সারা বছর বন্ধ রয়েছে। এ ধরনের চুলিস্ন অন্য দেশের কাছে রাশিয়া বিক্রয় করতে আগ্রহী। ২০০৬ সালে সেইন্ট পিটার্সবার্গে ১৪৪ মিটার দীর্ঘ আকাদেমিক লোমোনোসোভের নির্মাণ কাজ শুরু করা হয়। চুলিস্নটি সাইবেরিয়ার চুকোতকা অঞ্চলের পেভেক শহরে পৌঁছালে তা স্থানীয় একটি পারমাণবিক কেন্দ্র এবং একটি বন্ধ কয়লাভিত্তিক কেন্দ্রে প্রতিস্থাপন করা হবে। এ বছরের শেষ নাগাদ চুলিস্নটি চালু করার কথা রয়েছে। সংবাদসূত্র : এএফপি অনলাইন কনসার্টে পদদলিত হয়ে নিহত ৫ যাযাদি ডেস্ক আলজেরিয়ায় একটির্ যাপ কনসার্টে পদদলিত হয়ে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই নারীও আছেন। সুলকিং নামে পরিচিত শিল্পী আবদেররউফ দেরাদজির গান শুনতে বৃহস্পতিবার রাতে রাজধানী আলজিয়ার্সের একটি স্টেডিয়ামে হাজার হাজার মানুষ ভিড় করলে প্রবেশপথের একটিতে এ পদদলনের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি। স্বাস্থ্যকর্মীরা আহত ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মাঠের বাইরে স্ট্রেচারে করে পদদলনে আহত একজনকে স্বাস্থ্যকর্মীদের নিয়ে যেতে দেখা যাচ্ছে। পদদলনের ঘটনার পরও কনসার্ট অব্যাহত ছিল; আলজেরিয়ার একটি টেলিভিশন চ্যানেলে ওই কনসার্টটি সরাসরি দেখানোও হয়েছে। সংবাদসূত্র : বিবিসি