আমিরাতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেলেন মোদি

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হয়েছেন। শনিবার তাকে দেশটির 'অর্ডার অব জায়েদ' নামের ওই পুরস্কার প্রদান করা হয়। দুই দিনের সফরে মোদি এখন আমিরাতে রয়েছেন। সংবাদসূত্র : দ্য হিন্দু আমিরাত-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে নরেন্দ্র মোদির অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার প্রদান করা হয়। শনিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক অনুষ্ঠানে মোদির গলায় সোনার মেডেলটি পরিয়ে দেন দেশটির প্রভাবশালী ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। সংযুক্ত আরব আমিরাতের প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ানের নামে এই সম্মাননার নামকরণ করা হয়েছে। তার জন্মশতবর্ষে এই সম্মাননা মোদিকে দেয়া হয়। মুসলমান সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পরও মোদিকে এই সম্মাননা দেয়ার মধ্য দিয়ে প্রকাশ পেল সংযুক্ত আরব আমিরাতের কাছে ভারত কতটা গুরুত্বপূর্ণ। চলতি বছরের এপ্রিলে মোদিকে এ সম্মান দেয়ার কথা ঘোষণা করেছিল সংযুক্ত আরব আমিরাত। এর আগেও বেশ কিছু বিশ্বনেতা এ পুরস্কার পান। তারা হলেন- রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন, রানী দ্বিতীয় এলিজাবেথ এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।