বাগানের শহর ভাগাড়ে পরিণত

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক আফ্রিকার নাইজার নদীর মোহনার একটি শহর, যা একসময় পরিচিত ছিল বাগানের শহর হিসেবে। সেই শহরকেই এখন বলা হচ্ছে ভাগাড়ের শহর। নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের এই শহরটি নাম পোর্ট হারকোর্ট। নাইজার নদীর মোহনায় এই শহরটি দীর্ঘকাল ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে নদীতে ভাসমান তেলের কারণে। আর এখন তীব্র সংকট তৈরি হয়েছে পস্নাস্টিকের সামগ্রীর জন্য। গবেষকদের মতে, বিশ্বজুড়ে প্রতিদিন যে পরিমাণ পস্নাস্টিকদ্রব্য সাগরে ভেসে যাচ্ছে, এর নব্বই ভাগই বয়ে নিয়ে আসে দশটি নদী। আর এই দশটির মধ্যে আটটি হলো এশিয়ায়, আর দুটি আফ্রিকায়। আফ্রিকার নদী দুটি হলো নীল নদ, আর নাইজার। এই নাইজার নদীর মুখেই গড়ে উঠেছে পোর্ট হারকোর্ট শহর, যেটি এক সময় সুপরিচিত ছিল বাগানের শহর হিসেবে। অথচ এখন ভিন্ন দৃশ্য। সেখানে গেলেই তীব্র দুর্গন্ধ, বর্জ্য আর ময়লার স্তূপ চোখে পড়ে। সেখানে ঘুরে বেড়াচ্ছে কুকুর আর শূকরের মতো প্রাণী। কাছেই আবার মানুষের বসতিও। অথচ এখানেই একসময় জেলেদের আনাগোনা বেশি থাকতো। পরিবেশকর্মী থ্যাংকগদ এম্মনের কথাতেই উঠে আসছে নদীটির বর্তমান অবস্থা। তিনি বলেন, 'অনেক জেলে মাছ ধরতে না পেরে এখন কাঁদছেন। কেউ কেউ এখনো নদীতে আসেন এবং সারারাত ধরে জাল পাতেন। কিন্তু শেষ পর্যন্ত শূন্য হাতেই তাদের ফিরে যেতে হয়। পস্নাস্টিক আমাদের এই নদীটি থেকে মাছ তাড়িয়ে দিয়েছে।' নদীতে এখনো যেসব জেলে প্রতিনিয়ত মাছ খুঁজে বেড়ান, তাদের একজন অগাস্টিন বেসিং বলেন, 'এখন আমি আসলে পস্নাস্টিক ধরছি, যেগুলো ওয়াটার প্রম্নফ। আর নদীর পানি ময়লা-আবর্জনায় ভর্তি। একবার এলে যা মাছ পাওয়া যায়, এতে তিন ডলারের সমান অর্থও আয় হয় না। নদীর যে চ্যানেলটির কাছে শহরটি অবস্থান, সেখানে তাকালে এটিকে এখন কোনো নদীর অংশ মনে হবে না কারও। হাজার হাজার পস্নাস্টিক সামগ্রী ভেসে বেড়াচ্ছে এদিকে-সেদিকে। অনেককেই বরং দেখা যায় নৌকা নিয়ে মাছের বদলে সংগ্রহ করছেন পস্নাস্টিকদ্রব্য।' আর এই পস্নাস্টিক দূষণ এমন পর্যায়ে গেছে যে, এটি কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত সমুদ্র অর্থনীতি-বিষয়ক সম্মেলনে আলোচনার অন্যতম বিষয় ছিল। সম্মেলনে ছিলেন 'ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার'র জন তানজের। তিনি বলছেন, 'গত দুই দশক বা ২৫ বছরের মতো সময় আমরা সম্পূর্ণ পস্নাস্টিক-নির্ভর ছিলাম। এর কারণ হলো এটি দামে বেশ সস্তা।' জন তানজের বলেন, 'কিন্তু এখন আমরা উপলব্ধি করতে পারছি, এটি আসলে সস্তা নয়। কারণ, এর জন্য আমাদের অনেক বেশি মূল্য চোকাতে হচ্ছে। নদী-নালা পরিবেশকে এর জন্য চরম মূল্য দিতে হচ্ছে। যার প্রভাব পড়েছে আমাদের স্বাস্থ্যসহ সব কিছুর ওপর।' আর এই সমস্যা যে কত ব্যাপক, সেটি আসলে দৃশ্যমান ছিল সম্মেলনের আয়োজনের মধ্যেও। কারণ, এখানে যে খাবার পরিবেশন করা হয়েছে, সেটিতেও ব্যবহার করা হয়েছে পস্নাস্টিকের প্যাকেট। সে জন্য হয়তো মনে করা হতে পারে, পস্নাস্টিক নিয়ে পরিবেশ যে সংকটে পড়েছে, তা থেকে উদ্ধারের উদ্যোগ আসলে কথামালাতেই সীমাবদ্ধ রয়ে গেছে। আর সে কারণেই পোর্ট হারকোর্ট শহর আবার কখনো বাগানের শহরের রূপ ফিরে পাবে কিনা. তাও নিশ্চিত নয়। সংবাদসূত্র : বিবিসি নিউজ