আবারও স্বল্পপালস্নার ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। শনিবারও দেশটি দুটি স্বল্পপালস্নার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) দাবি করেছে, শনিবার স্থানীয় সময় সকাল পৌনে সাতটা ও ৭টা ২ মিনিটে এ দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সংবাদসূত্র : বিবিসি গত জুনে দুই কোরীয় সীমান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের সাক্ষাতের পর এ নিয়ে পিয়ংইয়ং সাত দফা ক্ষেপণাস্ত্র ছুড়ল। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়া হিসেবে পিয়ংইয়ং এ ক্ষেপণাস্ত্রগুলো ছুড়ছে। পিয়ংইয়ংয়ের ফের স্বল্পপালস্নার ক্ষেপণাস্ত্র ছোড়ায় শনিবার 'গভীর উদ্বেগ' জানিয়েছে সিউল। দক্ষিণের সামরিক কর্মকর্তারা বলছেন, ক্ষেপণাস্ত্র দুটি উত্তর কোরিয়ার হ্যামগিয়ং প্রদেশের পূর্বাঞ্চলীয় শহর সোন্দক থেকে ছোড়া হয়। এগুলো ৯৭ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠে প্রায় ৩৮০ কিলোমিটার দূর পাড়ি দিয়ে জাপান সাগরে পড়ে। দক্ষিণের জয়েন্ট চিফস অব স্টাফ বলেছে, 'আরও কিছু ছোড়া হয় কিনা, আমাদের সেনাবাহিনী তা পর্যবেক্ষণ করছে।' জাপানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, উত্তরের ক্ষেপণাস্ত্র দুটি জাপানের জলসীমায় না পড়লেও এই ঘটনা জাতিসংঘের সিদ্ধান্তের সুস্পষ্ট লঙ্ঘন।