শ্রীনগরে সচিবালয় থেকে নামানো হলো কাশ্মীরের পতাকা

প্রকাশ | ২৬ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলের পর রাজ্যটির সচিবালয় ভবন থেকে নামিয়ে ফেলা হয়েছে কাশ্মীর রাজ্যের পতাকা। সেখানে এখন টানানো হয়েছে ভারতীয় তিন রঙের পতাকা। সংবাদসূত্র : ইনডিয়া টুডে ভারতীয় কর্মকর্তারা বলছেন, ৩৭০ ধারা বিলোপের পর এখন থেকে কাশ্মীরে ভারতের পতাকাই টানানো হবে। এখন থেকে সব সরকারি কার্যালয়ে এই আইন মেনে চলা হবে। এখন পর্যন্ত সব সরকারি ভবন থেকে কাশ্মীরের পতাকা নামানো হয়নি। গত সপ্তাহে সচিবালয় ভবনে কেন্দ্র ও রাজ্যের পতাকা টানানো ছিল। জম্মু-কাশ্মীর সরকারের একটি শীর্ষ সূত্র জানায়, ৩৭০ ধারা বিলোপের ধারাবাহিকতায় পতাকা নামানো হচ্ছে। ৩১ অক্টোবর থেকে রাজ্যকে দ্বিখন্ডিত করার সঙ্গে এর সম্পর্ক নেই। আরেকটি শীর্ষ সূত্র জানায়, পার্লামেন্টে প্রবেশাধিকার দেয়া হয়েছে এবং সব সরকারি ভবনে জাতীয় পতাকা টানানো হবে। উলেস্নখ্য, গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়া হয়। জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় একটি বিলও।