সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী গৃহবন্দি যাযাদি ডেস্ক ভারতের অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং তার তেলুগু দেশম পার্টির একাধিক নেতাকে গৃহবন্দি করে রেখেছে স্থানীয় সরকার। ভারতীয় গণমাধ্যমের মতে, প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে যেন অংশ নিতে না পারে সেজন্যই তাদের বন্দি করে রাখা হয়েছে। এর আগে জগন মোহন রেড্ডির বিরুদ্ধে হিংসার রাজনীতি এবং বিরোধীদের ভয় দেখানোর মতো অভিযোগ করেছেন চন্দ্রবাবু নাইডু। সরকারে বিরুদ্ধে রাজপথে নেমে প্রতিবাদের পরিকল্পনা ছিলো তেলেগু দেশম পার্টির। আর সেই পরিকল্পনা ভেস্তে দিতেই নাইডু ও তার ছেলেসহ বেশ কয়েকজন টিডিপি নেতাকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংবাদ সূত্র :এনডিটিভি আশুরা কারবালায় পদদলনে নিহত ৩১ যাযাদি ডেস্ক আশুরার দিনে ইরাকের কারবালায় তাজিয়া মিছিলের সময় ইমাম হোসেনের (রা.) মাজারের কাছে পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃতু্য হয়েছে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবারের এ ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল-বদর। হাজার হাজার মানুষ তাজিয়া মিছিল নিয়ে ইমাম হোসেন (রা.) মাজারের দিকে যাওয়ার সময় একটি ওয়াকওয়ে ধসে পড়লে আতঙ্ক তৈরি হয়। সংবাদ সূত্র : বিবিসি গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল যাযাদি ডেস্ক ফিলিস্তিনের গাজায় অন্তত ১৫টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। মঙ্গলবার রকেট হামলার সতর্কতামূলক সাইরেন শুনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনি প্রচারণার মঞ্চ ছাড়তে বাধ্য হন। ইসরাইল দাবি করেছে ফিলিস্তিনি ভূখন্ড থেকে ওই রকেট ছোঁড়া হয়েছে। এই ঘটনার কয়েক ঘন্টার মাথায় বুধবার গাজায় বিমান হামলা চালায় তেল আবিব। ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গাজা উপত্যকা থেকে আশদোদ ও অন্য শহর আশকেলনে দিকে দুইটি রকেট ছোঁড়া হয়। মঙ্গলবারের হামলার জবাবে বুধবার পাল্টা হামলা চালানো হয় বলে তারা। সংবাদ সূত্র :এএফপি