প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
একের পর এক ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় বিচলিত দক্ষিণ আফ্রিকার নারী অধিকার কর্মীরা। এক পরিসংখ্যানে দেখা গেছে, দেশটিতে প্রতি ৮ মিনিটে গড়ে একটি ধর্ষণের ঘটনা ঘটে। নেলসন ম্যান্ডেলার দেশ দক্ষিণ আফ্রিকায় ধর্ষণের ঘটনা এত ভয়াবহ রূপ নেয়ার পেছনে বড় কারণ সেখানকার সমাজ ব্যবস্থা। দেশটিতে বেশিরভাগ পুরুষ নারীদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বা ভোগ্যপণ্য হিসেবে গণ্য করে। ধর্ষণের ঘটনায় সঠিক বিচার না পাওয়াও এ কাজে ধর্ষককে উৎসাহিত করছে। নারীর প্রতি সহিংসতা বন্ধে দেশটিতে গড়ে উঠেছে নারীবাদী সংগঠন 'উইমেন অব হোপ'। শুক্রবার প্রিটোরিয়ায় ব্যানার নিয়ে সংগঠনটির কর্মীরা বিক্ষোভ করেন -সিনহুয়া