আসামে চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশ অনলাইনে

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক আসামের জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) শনিবার অনলাইনে প্রকাশ করা হয়েছে। এতে মোট তিন কোটি ৩০ লাখ মানুষের নাম রয়েছে। আবেদনকারীরা এআরএন নম্বর দিয়ে তালিকায় নিজের নাম যাচাই করতে পারবেন। চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া ও বাদ পড়া সবার তথ্য রয়েছে সেখানে। সংবাদসূত্র : ইনডিয়া টুডে আবেদনকারীরা নাগরিকপঞ্জির সরকারি ওয়েবসাইটে বৈধ এআরএন নম্বর দিয়ে তাদের চূড়ান্ত অবস্থা জেনে নিতে পারবেন। যাদের আবেদনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি, তাদের তথ্যও রয়েছে সাইটটিতে। গত ৩১ আগস্ট প্রকাশিত হয় আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি)। এ থেকে বাদ পড়ে রাজ্যের প্রায় ১৯ লাখ ছয় হাজার ৬৫৭ জন। বাদ পড়া ব্যক্তিরা 'ফরেনার্স ট্রাইবু্যনালে' আপিলের সুযোগ পেলেও তাদের মধ্যে জেঁকে বসেছে বিদেশি ঘোষিত হওয়ার শঙ্কা। বিভিন্ন দলের আইনপ্রণেতারাও অভিযোগ তুলেছেন, বহু প্রকৃত ভারতীয় নাগরিক তালিকা থেকে বাদ পড়েছেন। আসামের ২৬টি জেলায় একশটি ফরেনার্স ট্রাইবু্যনাল রয়েছে। নতুন করে আরও ৫৬টি গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এনআরসিতে বাদপড়া ব্যক্তিরা যাতে ট্রাইবু্যনালে আবেদন করতে পারেন সেই লক্ষ্যে গঠন হবে এই ফরেনার্স ট্রাইবু্যনাল।