অস্ত্র আইন আরও কঠোর করতে যাচ্ছে নিউজিল্যান্ড

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক অস্ত্র আইন আরও কঠোর করতে যাচ্ছে নিউজিল্যান্ড। অস্ত্র যেন ভুল মানুষের হাতে না পড়ে সে লক্ষ্যে দেশটির সরকার শুক্রবার নতুন আইন প্রণয়নের ঘোষণা দিয়েছে। সংবাদসূত্র : বিবিসি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান বলেন, আগ্নেয়াস্ত্র রাখা কারও অধিকার নয়। এটি একটি বিশেষ সুবিধা। ফলে সরকারকে নিশ্চিত করতে হবে যে, সৎ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিকরাই যেন শুধু এ সুবিধা পায়। নতুন আইন অনুযায়ী, এমন একটি নিবন্ধন তৈরি করা হবে, যেখানে দেশের প্রতিটি বৈধ আগ্নেয়াস্ত্রের মালিকের অবস্থান শনাক্ত করা সম্ভব। এ ছাড়া এ আইনে যারা অনিবন্ধিত নাগরিকদের কাছে আগ্নেয়াস্ত্র সরবরাহ করবে, তাদের দুই বছরের কারাদন্ড দেয়ার বিধান রাখা হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর ভয়াবহ হামলায় ৫১ জন নিহত হওয়ার পর আগ্নেয়াস্ত্রের মালিকানার ব্যাপারে কঠোর অবস্থান নেয় নিউজিল্যান্ড সরকার। ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনায় দেশটির পুলিশ ২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেনটন ট্যারেন্টকে আটক করে। বন্দুকধারী তার হামলার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচারও করে। সন্দেহভাজন এ শ্বেতাঙ্গ বর্ণবাদীর বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসবাদসহ ৯২টি অভিযোগ আনা হয়েছে।