বাল্বের কারণে কমলার মতো দেখা যায় ট্রাম্পকে!

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে দাবি করেছেন, জ্বালানি সাশ্রয়ী বাল্বের জন্য তাকে ক্যামেরায় কমলার মতো দেখা যায়। সংবাদসূত্র : রয়টার্স বাল্টিমোরে রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্যদের উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প বলেন, 'লাইটবাল্ব। লোকজন বলে, লাইটবাল্বের বিষয়টি কী? আমি বলি, এটা হচ্ছে ইতিহাস। আমি এটি দেখেছি, যে বাল্ব ব্যবহার করতে বাধ্য করা হয়। প্রথমত, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এর আলো ভালো নয়। আমাকে সবসময় কমলার মতো দেখা যায়' জ্বালানি সাশ্রয়ী বাল্ব নিয়ে ট্রাম্প তার মন্তব্য এখানেই শেষ করেননি। তিনি দাবি করেন, আগের লালচে বাল্বের তুলনায় এই জ্বালানি সাশ্রীয় বাল্বের দামও অনেক বেশি। আর এটি ভেঙে গেলে 'বিপজ্জনক আবর্জনায়' পরিণত হয়। জ্বালানি ও পরিবেশগত নিষেধাজ্ঞার কারণে ট্রাম্প আগেও জ্বালানি সাশ্রয়ী বাল্বের সমালোচনা করেছেন। সম্প্রতি তার প্রশাসন বেশ কিছু সাধারণ বাল্ব উৎপাদনের জন্য জ্বালানি সাশ্রয়ী বিধিমালা শিথিল করেছে। সমালোচকদের মতে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এটি ট্রাম্প প্রশাসনের আরেকটি আঘাত।