প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পরিবেশের ওপর যথেচ্ছা ব্যবহারের ফলে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। ক্ষমতাসীনদের কালো থাবায় একের পর এক বিলীন হয়ে যাচ্ছে প্রাকৃতিক অঞ্চল। দেখা দিচ্ছে বড় বড় দুর্যোগ। সাম্প্রতিককালে ব্রাজিল সরকারের উদাসীনতায় পৃথিবীর 'ফুসফুস' খ্যাত বনাঞ্চল আমাজনের বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়েছে। তাই পরিবেশ বিপর্যয়ের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে 'ফ্রাইডে ফর ফিউচার' পরিবেশ আন্দোলনের উদ্যোক্তা সুইডিশ নাগরিক গ্রেটা থানভার্গের নেতৃত্বে পরিবেশ কর্মীরা শুক্রবার হোয়াইট হাউসের বাইরের সড়কে ব্যানার নিয়ে মানববন্ধন করেন। এ সময় তারা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এ ব্যাপারে হস্তক্ষেপ নিতে অনুরোধ জানান -রয়টার্স