তেলক্ষেত্রে হামলার অভিযোগ অস্বীকার ইরানের

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ইরানের বিরুদ্ধে বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি করতে সৌদি আরবের তেলক্ষেত্রে হামলা চালানোর যে অভিযোগ যুক্তরাষ্ট্র করছে, তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। সেই সঙ্গে প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেছে, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সেনাঘাঁটি ও বিমানবাহী রণতরী তাদের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই আছে। সংবাদসূত্র : রয়টার্স শনিবারের হামলার পর রোববার সকালে এক বিবৃতিতে সৌদি আরামকো জানায়, অগ্নিকান্ডে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে দেশের দৈনিক তেল উৎপাদন ৫৭ লাখ ব্যারেল হ্রাস পাবে। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি 'সৌদি আরামকো'র দুটি তেলক্ষেত্রে শনিবার ভোরে ড্রোন হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করেছে। এর আগেও হুতিরা বেশ কয়েকবার সৌদি তেলক্ষেত্রে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কিন্তু এবারের হামলাই ছিল এখন পর্যন্ত হওয়া সবচেয়ে বেপরোয়া। হুতি হামলার দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করেছে। জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই অভিযোগকে 'ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছেন।