হিন্দি নিয়ে বিতর্ক

অমিতের মন্তব্যে রণহুঙ্কার দেখছেন বিজয়ন

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 'হিন্দি দিবসে' দেশটিতে একটি সার্বজনীন রাষ্ট্রভাষা প্রচলনের প্রয়োজনীয়তা নিয়ে যা বলেছেন, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তার কড়া প্রতিবাদ জানিয়েছেন। বিজেপি সভাপতির মন্তব্যে রণহুঙ্কার দেখতে পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি। সংবাদসূত্র : এনডিটিভি সার্বজনীন একটি ভাষা 'বিশ্বব্যাপী ভারতের পরিচিতির চিহ্ন' হবে বলে শনিবার এক টুইটে অমিত শাহ মন্তব্য করেছিলেন। ভারত প্রতি বছর ১৪ সেপ্টেম্বর 'হিন্দি দিবস' হিসেবে পালন করে; দেশটির সাংবিধানিক পরিষদ এদিনই হিন্দিকে দাপ্তরিক ভাষা হিসেবে বেছে নিয়েছিল। ফেসবুকে দেয়া এক পোস্টে কেরালার মুখ্যমন্ত্রী বিজয়ন হিন্দিকে রাষ্ট্রভাষা করার প্রস্তাবে আপত্তি জানান। তিনি লেখেন, 'ভারতজুড়ে প্রতিবাদের মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হিন্দিকে সামনে ঠেলে দেয়ার এ বিষয়টিকে ভাষার নামে সঙ্ঘ পরিবারের নতুন রণক্ষেত্র খোলার উদ্যোগ হিসেবে দেখা উচিত। হিন্দিই দেশকে একতাবদ্ধ করতে পারবে, এমন ভাবনা একেবারেই ভুল। ভারতের দক্ষিণ ও উত্তর-পূর্বের লোকেরা হিন্দি বলে না বলে মালায়ালাম ভাষায় লেখা পোস্টে এমনটাই বলেছেন ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) এ পলিটবু্যরো সদস্য।