সৌদিতে ড্রোন হামলা

ইরানের জড়িত থাকার প্রমাণ মিলেছে দাবি যুক্তরাষ্ট্রের

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
সৌদি আরবের তেল শিল্পক্ষেত্রের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পেছনে ইরানই দায়ী, এ দাবির পক্ষে যুক্তরাষ্ট্র এবার উপগ্রহের ছবি ও গোয়েন্দা তথ্যকে প্রমাণ হিসেবে সামনে এনেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা ওয়াশিংটনের অবস্থানের পক্ষে সংবাদমাধ্যমের যুক্তিও তুলে ধরেছেন। যদিও তেহরান শনিবারের ওই ড্রোন হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। সংবাদসূত্র : বিবিসি ইয়েমেনের ইরানঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করে নিলেও মার্কিন কর্মকর্তারা হামলাটি যে দিক থেকে চালানো হয়েছে ও এর ব্যাপ্তি বিবেচনায় এর সঙ্গে হুতিদের সংশ্লিষ্টতার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সৌদি তেল শিল্পক্ষেত্রের কেন্দ্রস্থলে হামলাটি উত্তর-পশ্চিম দিক থেকে হয়েছে, যেটি দক্ষিণে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত কোনো এলাকা নয় বলে দাবি করেছেন এক মার্কিন কর্মকর্তা। হামলায় ১৯টি 'পয়েন্ট অব ইমপ্যাক্ট' পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা সৌদি তেল শিল্পক্ষেত্রের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, হামলার এদিক ইঙ্গিত করছে উৎক্ষেপণ কেন্দ্রগুলে।