তুরস্কের ১২টি স্থাপনা জ্বালিয়ে দিল বাশার বাহিনী

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
সিরিয়ার বাশার বাহিনী তুরস্কের ১২টি পর্যবেক্ষণ পোস্টে আগুন ধরিয়ে দিয়েছে। দেশটির উত্তর-পশ্চিম এলাকায় এ ঘটনা ঘটেছে। দুইজন তুর্কি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনা তুরস্কের কেউ হতাহত হয়নি। সংবাদসূত্র : রয়টার্স প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে্যপ এরদোয়ানের সম্পর্ক ভালো নয়। দু'জন মাঝে মধ্যেই জড়িয়ে পড়েন বাগ্‌যুদ্ধে। তবে সরাসরি মুখোমুখি হতে দেখা যায়নি। রাশিয়া ও ইরানের সঙ্গে চুক্তির পর সিরিয়ার উত্তর-পশ্চিম এলাকায় তুরস্ক যে ১২টি পর্যবেক্ষণ পোস্ট নির্মাণ করেছিল, সেগুলোই পুড়িয়ে দেয়া হয়েছে। যদিও আগের দিন তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিত কালিন বলেন, তুরস্কের সব পর্যবেক্ষণ পোস্ট আগের জায়গায় থাকবে এবং পোস্টের সহযোগিতা অব্যাহত থাকবে। তারপরই এ ঘটনা ঘটলো। এদিকে, সিরিয়ার উত্তরাঞ্চলে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চার জন।