এবার হরিয়ানায়ও এনআরসি হবে

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর
আসামের ধারাবাহিকতায় এবার ভারতের হরিয়ানা রাজ্যেও নাগরিক তালিকা (এনআরসি) প্রণয়নের ঘোষণা দেয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এই ঘোষণা দিয়েছেন। রাজ্যে অবৈধ অভিবাসীর সংখ্যা নিশ্চিত করতেই বিজেপির নির্দেশে এই তালিকা করা হবে। তবে পরিকল্পনার ব্যাপারে মুখ্যমন্ত্রী বিস্তারিত কিছু বলেননি। এমনকি কবে নাগাদ এনআরসি হবে, সে বিষয়েও তিনি মুখ খোলেননি। হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব পালন করছেন মনোহরলাল খট্টর। রাজ্যে আসন্ন বিধানসভা ভোট উপলক্ষে বিজেপি আয়োজিত 'মহাসম্পর্ক কর্মসূচি'তে রোববার তিনি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। আগামী অক্টোবরে হরিয়ানায় বিধানসভা ভোট। তার আগে রাজ্যজুড়ে মহাসম্পর্ক অভিযানে নেমেছে বিজেপি। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন বিজেপি নেতারা। বাদ যাচ্ছেন না সেলিব্রিটি থেকে নাগরিক সমাজের বিশিষ্টজনেরা। এরই অংশ হিসেবে এদিন বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী খট্টর। তখনই তিনি হরিয়ানায় এনআরসির কথা বলেন। সংবাদসূত্র : ইনডিয়া টাইমস