সৌদি তেল স্থাপনা ছাড়ুন বিদেশিদের হুশিয়ারি হুতি বিদ্রোহীদের

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক সৌদি তেল স্থাপনা ছেড়ে যেতে সব বিদেশিকে সতর্ক করে দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থি হুতি বিদ্রোহীরা। তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো এখনো হুতি টার্গেটে রয়েছে। যেকোনো মুহূর্তে সেখানে আবারও হামলা হতে পারে। সংবাদসূত্র : পার্স টুডে, রয়টার্স টুইটারে দেয়া এক পোস্টে সোমবার হুথি বিদ্রোহীদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, 'ইয়েমেনের ওপর সৌদি আরবের সামরিক আগ্রাসন বন্ধ করা এবং অবরোধ তুলে নেয়া উচিত। নইলে সৌদি আরবের যেকোনো যায়গায় যেকোনো সময় হামলা চালানো হবে।' নিজেদের সমর্থিত সরকারকে ক্ষমতায় বসাতে ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে ২০১৫ সাল থেকে লড়াই করে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামরিক জোট। সোমবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে ওই জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি জানান, কোথা থেকে এই হামলা চালানো হয়েছে, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। তিনি বলেন, 'প্রাথমিক তদন্তে দেখা গেছে হামলায় ব্যবহৃত অস্ত্র ইরানি আর আমরা এখন হামলা চালানোর স্থান নির্ধারণে কাজ করছি। এই সন্ত্রাসী হামলা হুতি যোদ্ধাদের দাবি অনুযায়ী ইয়েমেন থেকে চালানো হয়নি।'