ট্রাম্পের জন্য দরজা খোলা :তালেবান

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই
যাযাদি ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে চাইলে তার জন্য 'দরজা খোলা থাকবে' বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান বিদ্রোহীরা। মঙ্গলবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সশস্ত্র এই গোষ্ঠীর প্রধান মধ্যস্থতাকারী শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই বলেন, 'আফগানিস্তানে শান্তি ফেরাতে আলোচনার পথই কেবল খোলা আছে'। সংবাদসূত্র : বিবিসি সপ্তাহখানেক আগে ট্রাম্প তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলা আলোচনাকে 'মৃত' ঘোষণা করেছিলেন। মঙ্গলবার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির একটি নির্বাচনী জনসভায় ও রাজধানী কাবুলে তালেবানের পৃথক দুটি বোমা হামলায় ৪৮ জন নিহত হয়; এরপরই যুক্তরাষ্ট্রের জন্য তালেবানের 'আলোচনার দরজা খোলা' রাখার বিষয়টি জানা গেল। এর আগে চলতি মাসের শুরুতে দুই পক্ষ ১৮ বছর ধরে চলা যুদ্ধ বন্ধে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছিল। প্রেসিডেন্ট ট্রাম্প ৮ সেপ্টেম্বর আফগান প্রেসিডেন্ট ঘানি ও জ্যেষ্ঠ তালেবান নেতাদের যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে একটি গোপন বৈঠকেও ডেকেছিলেন। কিন্তু ৬ সেপ্টেম্বর কাবুলে তালেবান হামলায় এক মার্কিন সৈন্যসহ ১২ জন নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ জানিয়ে ট্রাম্প ওই বৈঠকটি বাতিল করে দেন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে তালেবানদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে বিদ্রোহী এ গোষ্ঠীটিকে শান্তির বিষয়ে সত্যিকারের প্রতিশ্রম্নতি প্রদর্শন শুরুর' আহ্বান জানান। স্টানিকজাই সাক্ষাৎকারে মার্কিনিদের উদ্বেগ উড়িয়ে দিয়ে বলেছেন, তালেবান এখন পর্যন্ত অন্যায় কিছু করেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তালেবান পক্ষের প্রধান এই মধ্যস্থতাকারী বলেন, 'তাদের (মার্কিনিদের) হিসেবেই তারা প্রায় কয়েক হাজার তালেবানকে হত্যা করেছে।