প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মালালা ইউসুফজাই
মালালার বিরুদ্ধে আক্রমণের ঝড় যাযাদি ডেস্ক কাশ্মীর পরিস্থিতি নিয়ে মুখ খুলে ও সেখানে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে ভারতে তীব্র নিন্দার মুখে পড়েছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই। তাকে ভারতীয়দের পরামর্শ, আগে নিজের দেশ পাকিস্তানের দিকে তাকান। সারা বিশ্বজুড়ে শিশুদের শিক্ষার অধিকারের চ্যাম্পিয়ন, পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাই যখন ২০১৪ তে নোবেল শান্তি পুরস্কার পান, সেই পুরস্কার তাকে ভাগ করে নিতে হয়েছিল ভারতের প্রবীণ মানবাধিকার কর্মী কৈলাস সত্যার্থীর সঙ্গে। অসলোতে পুরস্কার নিতে গিয়ে তখন ৬০ বছরের সত্যার্থী ও ১৭ বছরের মালালা পাশাপাশি দাঁড়িয়ে বলেছিলেন, ভারত ও পাকিস্তানের মানুষের মধ্যে বন্ধুত্ব আর আস্থার মাধ্যমেই দুদেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। মালাল সে সময় আরও বলছিলেন, দুই দেশের শিশুদের মধ্যে সহিষ্ণুতা ও শান্তির বীজ বপন করতে পারলেই ইনশালস্নাহ ভারত ও পাকিস্তান আবার দুই ভাইয়ের মতো পাশাপাশি থাকতে পারবে। তবে মালালা ইউসুফজাই তারও অনেক আগে থেকেই ভারতে সুপরিচিত একটি নাম। তালেবানের রক্তচক্ষু উপেক্ষা করে যেভাবে তিনি সোয়াত উপত্যকায় মেয়েদের পড়াশুনোর অধিকারের জন্য লড়াই চালিয়ে গেছেন তার জন্য ভারতেও তার অনুরাগী ও গুণগ্রাহীর সংখ্যা কম নয়। কিন্তু দিনকয়েক আগে ভারত-শাসিত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মালালার টুইট ও জাতিসংঘকে সেখানে হস্তক্ষেপের আবেদন সেই গোটা ছবিটাকেই আমূল বদলে দিয়েছে।