ইসরাইলে জাতীয় ঐক্যের ডাক দিলেন নেতানিয়াহু

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ইসরাইল সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি প্রতিদ্বন্দ্বী বেনি গান্টজকে জোট সরকারের গঠনের আহ্বান জানিয়েছেন। এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টও। সংবাদসূত্র : রয়টার্স গত ১৭ সেপ্টেম্বর ইসরাইলের জাতীয় নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হন নেতানিয়াহু। সাবেক সেনাপ্রধান বেনি গান্টজের সঙ্গে সমান অবস্থানে আছেন তিনি। এই নির্বাচনকে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহুর জন্য একটি কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। এবারের নির্বাচনের জয়লাভের মাধ্যমে টানা পঞ্চমবারের মতো ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান নেতানিয়াহু। তবে তাকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেনি গান্টজের শক্ত চ্যালেঞ্জে পড়তে হয়। এরপরই জাতীয় ঐক্যের ডাক দেন নেতানিয়াহু। নিজের দুর্বল অবস্থানের কারণে আগের নীতি থেকে সরে এসেছেন নেতানিয়াহু।