সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মেকআপের জন্য ক্ষমা চাইলেন ট্রুডো যাযাদি ডেস্ক দেড় যুগ আগে স্কুলের এক অনুষ্ঠানে 'কালো মেকআপ' করা একটি ছবি প্রকাশিত হওয়ার পর ওই ঘটনার জন্য অকপটে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ২০০১ সালের ওই ছবিটি চলতি সপ্তাহে টাইম ম্যাগাজিনে ছাপা হওয়ার পর থেকে উত্তর আমেরিকার দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ছবিটি নিয়ে 'গভীরভাবে অনুতপ্ত' ট্রুডো বুধবার বলেন, ওই মেকআপ নেয়ার আগে তার বিষয়গুলো সম্পর্কে আরও 'ভালো করে জানা উচিত ছিল'। দেশটির সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর সন্তান কানাডার নামকরা স্কুলগুলোতেই পড়েছিলেন; এর মধ্যে ভ্যাঙ্কুবারের ওয়েস্ট পয়েন্ট গ্রে অ্যাকাডেমির ইয়ারবুক ফটোতে জাস্টিন ট্রুডোর মুখে ও হাতে কালো মেকআপের এ ছবিটি পাওয়া যায়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লিবারেল পার্টির শীর্ষ নেতা ট্রুডো জানান, দেড় যুগ আগে স্কুলে 'আরব্য রজনী থিমের' এক অনুষ্ঠানে আলাদীন সাজতে গিয়েই তিনি ওই মেকআপ নিয়েছিলেন। ছবিটি যে 'বর্ণবাদী' তা স্বীকার করে নিয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, এ রকমটা করা উচিত হয়নি বলে বুঝতে পেরেছেন তিনি। কানাডার প্রধানমন্ত্রী জানানোর পর টুইটারে তার হাইস্কুলের ওই ছবিটিও ছড়িয়ে পড়ে। সংবাদসূত্র : বিবিসি যুদ্ধবিমান তেজসে রাজনাথ সিং যাযাদি ডেস্ক ভারতের ইতিহাসে প্রথম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দেশটিতে বানানো হালকা যুদ্ধবিমান 'তেজসে' চড়েছেন রাজনাথ সিং। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ব্যাঙ্গালুরুর হ্যাল বিমানবন্দর থেকে দুই আসন বিশিষ্ট ওই বিমানটি উড়ে যায়। যুদ্ধযানে সওয়ার হওয়ার আগে জি-সু্যট পরিহিত দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে রাজনাথ বলেন, 'দিনের জন্য সব প্রস্তুত'। ওড়ার আগে ৬৮ বছর বয়সি সাবেক এ বিজেপি সভাপতিকে পাইলটের সঙ্গে যুদ্ধবিমানের দিকে হেঁটে যেতে দেখা যায়; এরপর তিনি বিমানটির গায়ে রাখা সিঁড়ি বেয়ে ওপরে উঠে পাইলটের পেছনের সিটে নিজেকে বেঁধে নেন। সংবাদসূত্র : এনডিটিভি