ইয়েমেনে সৌদি জোটের অভিযান শুরু

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ইয়েমেনের বন্দর নগরী হুদাইদাহের উত্তরে শুক্রবার সামরিক অভিযান শুরু করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। সম্প্রতি সৌদি তেল স্থাপনায় ড্রোন হামলার পর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পায়। অভিযানের হুতি ঘাঁটিকে 'বৈধ সামরিক লক্ষ্যবস্তু' বলে অভিহিত করেছে জোট। সংবাদসূত্র : রয়টার্স গত শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। ওই হামলার জবাব দেয়ার সক্ষমতা রিয়াদের আছে বলে সে সময় হুশিয়ারি দেয় দেশটি। এর পরিপ্রেক্ষিতেই সামরিক অভিযান চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। এক বিবৃতিতে তারা জানিয়েছে, 'সমুদ্রে চলাচলের স্বাধীনতা রক্ষা করতে চারটি ঘাঁটি ধ্বংস করে দেয়া হয়েছে। লোহিত সাগরের দক্ষিণাঞ্চল ও মাব-এল-মান্দেব প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্য ও শিপিং লাইনকে হুমকি দিতে হামলা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, এমন চারটি ঘাঁটি ধ্বংস করে দেয়া হয়েছে।' উলেস্নখ্য, ২০১৪ সালে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দেশটির প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় এবং প্রেসিডেন্টকে নির্বাসনে যেতে বাধ্য করে। প্রেসিডেন্টের অনুগত সেনাবাহিনীর একাংশ হুতিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এরপর অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।