সৌদিতে হামলা বন্ধের ঘোষণা হুতি বিদ্রোহীদের

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করা হবে জানিয়েছেন ইয়েমেনের হুতি বিদ্রোহী আন্দোলনের এক কর্মকর্তা। সতর্ক করে দিয়ে ওই কর্মকর্তা বলেন, চলমান যুদ্ধের পরিণতি মারাত্মক হতে পারে। শুক্রবার রাতে হুতিদের সর্বোচ্চ রাজনৈতিক কাউন্সিলের প্রধান মাহদি আল-মাসাত এই ঘোষণা দিয়েছেন। সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা। সংবাদসূত্র : রয়টার্স, আল-জাজিরা হুতি বিদ্রোহীদের পরিচালিত 'আল-মাসিরাহ' টেলিভিশনে বিদ্রোহী নেতা মাহদি আল-মাসাত শুক্রবার বলেন, 'সৌদি অঞ্চলে সামরিক ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্য সব ধরনের অস্ত্র নিয়ে হামলা বন্ধের ঘোষণা দিচ্ছি। আর তাদের দিক থেকেও একই ধরনের পদক্ষেপের অপেক্ষা করছি।' এই হুতি নেতা বলেন, 'তারা (সৌদি আরব) এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে নিতে ব্যর্থ হলে প্রত্যাঘাতের অধিকার আমাদের রয়েছে।' তিনি বলেন, ইয়েমেনে চলমান যুদ্ধে কোনো পক্ষই লাভবান হবে না। ইয়েমেনে যুদ্ধে লিপ্ত বিভিন্ন পক্ষকে সত্যিকার আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানিয়ে হুতি নেতা আল-মাসাত বলেন, এই আলোচনা কাউকে বাদ না দিয়ে বিস্তৃত জাতীয় পুনর্গঠনকে ত্বরান্বিত করবে। যুদ্ধ বন্ধের বড় লক্ষ্য হবে ইয়েমেনিদের রক্ষা করা।