হিজবুলস্নাহর হুশিয়ারি

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে সৌদি ধ্বংস হবে

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
লেবাননের হিজবুলস্নাহ মহাসচিব হাসান নাসরালস্নাহ বলেছেন, যারা ইয়েমেনের নিরপরাধ মানুষ হত্যার ব্যাপারে নীরব থাকে, তেল স্থাপনায় হামলার ব্যাপারে তাদের সরব হয়ে ওঠার ঘটনায় বোঝা যায়, রক্তের চেয়ে তেলের মূল্য তাদের কাছে অনেক বেশি। সংবাদসূত্র : রয়টার্স তেল স্থাপনায় হামলার পর তার সমালোচনা করে পশ্চিমা দেশগুলো যেসব বক্তব্য দিয়েছে; তার সমালোচনা করে নাসরালস্নাহ এই মন্তব্য করেন। তিনি হুশিয়ার করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, যারা তেল স্থাপনায় হামলার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলেছে, তারা ইয়েমেনের নারী ও শিশু হত্যার সময় কেন নীরব থাকে? শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে নাসরালস্নাহ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ইরানবিরোধী যুদ্ধের পাঁয়তারা করার অভিযোগ আনেন। রিয়াদ ও আবুধাবির উদ্দেশে তিনি বলেন, 'হুথিদের একটি হামলায় সৌদি তেল স্থাপনার যে বিশাল ক্ষতি হয়েছে, তা থেকে এটা অনুমান করা যায়, ইরানে হামলা শুরু করলে পরিস্থিতি কত ভয়াবহ আকার ধারণ করবে।' তিনি আরও বলেন, 'ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে তোমরা ধ্বংস হয়ে যাবে।'