সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আনুগত্যের পরীক্ষায় চীনা সাংবাদিকরা যাযাদি ডেস্ক আগামীদিনে চীনের সাংবাদিকদের কাজে যোগ দেয়ার আগে একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এতে তাদের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতাদর্শ নিয়ে বোঝাপড়া পরীক্ষা করা হবে। গত মাসে বেশ কয়েকটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে পাঠানো চীনের সংবাদমাধ্যম নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের নোটিশে এই পরীক্ষার কথা জানানো হয়েছে। ওই নোটিশে বলা হয়েছে, সাংবাদিকদের অনুমোদন নবায়ন করতে হলে 'স্টাডি শি' নামে একটি অ্যাপের ওপর সাংবাদিকদের পরীক্ষা দিতে হবে। ২০১৭ সালের অক্টোবরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিন্তাকে দলীয় গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। আধুনিক চীনের রূপকার হিসেবে স্বীকৃত মাও সে তুং-এর পর শি জিনপিং হলেন দ্বিতীয় ব্যক্তি, ক্ষমতাসীন থাকা অবস্থায় যার চিন্তা দলীয় গঠনতন্ত্রে মতাদর্শের মর্যাদা পেয়েছে। মতাদর্শের মর্যাদা পাওয়ায় মাও-এর মতবাদ যেমন মাওবাদ হিসেবে বিবেচিত হয়, শি'র চিন্তাধারাও বিবেচিত হচ্ছে শি-বাদ হিসেবে। এর বিরুদ্ধে যেকোনো চ্যালেঞ্জ এখন থেকে কমিউনিস্ট পার্টির বিরুদ্ধের অবস্থান বলে বিবেচিত হচ্ছে। সংবাদসূত্র : গার্ডিয়ান প্রধান বিরোধী দল হতে পারে আরব জোট যাযাদি ডেস্ক ইসরাইলের পার্লামেন্টে প্রধান বিরোধী দল হতে পারে আরবদের জোট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রতিদ্বনন্দ্বী বেনি গান্তেজের বস্নু অ্যান্ড হোয়াইট পার্টি জাতীয় জোট সরকার গঠন করলে ইসরাইলের ইতিহাসে প্রথমবারের মতো আরবদের রাজনৈতিক দল পার্লামেন্ট নেসেটে প্রধান বিরোধী দলের আসনে বসবে। গত মঙ্গলবার ইসরাইলের জাতীয় নির্বাচনে প্রাপ্ত ফলে দেখা গেছে, নেসেটের ১২০ আসনের মধ্যে ক্ষমতাসীন লিকুদ পার্টি পেয়েছে ৩১ আসন, বস্নু অ্যান্ড হোয়াইট পার্টি পেয়েছে ৩৩, আর আরবদের দল জয়েন্ট লিস্ট পেয়েছে ১৩টি আসন। যদি জাতীয় সরকার গঠন করা হয়, সেক্ষেত্রে নেসেটে প্রধান বিরোধী দল হবে জয়েন্ট লিস্ট। জাতীয় সরকার গঠনে নেতানিয়াহুর আহ্বান প্রাথমিকভাবে বস্নু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা গান্তেজ অবশ্য প্রত্যাখ্যান করেছেন। তবে সেই জাতীয় সরকার গঠনেরই বাস্তব সম্ভাবনা রয়েছে শেষ পর্যন্ত। ২১ শতাংশের আরব সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধি জয়েন্ট লিস্ট কখনোই ইসরাইল সরকারের অংশ হতে পারেনি। তবে এবার দলটি যদি বিরোধী দলের আসনে বসলে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের নিয়মিত ব্রিফিং পাবেন দলটির ৪৪ বছর বয়সী নেতা আয়মান ওদেহ। এছাড়া ইসরাইল সফরে এলে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎও করতে পারবেন তিনি। সংবাদসূত্র : রয়টার্স মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোট অক্টোবরে যাযাদি ডেস্ক ভারতের দুই রাজ্য মহারাষ্ট্র ও হরিয়ানায় আগামী ২১ অক্টোবর বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। এক দিনেই ভোট গ্রহণ শেষ করে আগামী ২৪ অক্টোবর ফল ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে। শনিবার ভারতের নির্বাচন কমিশন এ ঘোষণা দেয়। ভারতের সর্বশেষ জাতীয় নির্বাচনের পর এটাই প্রথম বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে। হরিয়ানার বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ নভেম্বর, মহারাষ্ট্রের ৯ নভেম্বর। দুই রাজ্যে মোট ভোটার সংখ্যা যথাক্রমে এক কোটি ৮২ লাখ এবং আট কোটি ৯ লাখ। সর্বশেষ জাতীয় নির্বাচনে হরিয়ানার ৯০টি আসনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি ৪৭টি, প্রধান বিরোধী দল কংগ্রেস ১৫টি এবং ইনডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি) ১৯টি আসনে জয়লাভ করেছে। মহারাষ্ট্রে বিজেপি ও তাদের মিত্র দল শিবসেনার একচ্ছত্র আধিপত্য। বিধানসভার ২৮৮টি আসনের মধ্যে ২০১৪ সালে আলাদাভাবে নির্বাচনে লড়ে বিজেপি ১২২টি এবং শিবসেনা ৬৩টি আসন জেতে। এছাড়া কংগ্রেস ৪২টি এবং শারদ পাওয়ারের দল এনসিপি ৪১টি আসনে জিতেছিল। সংবাদসূত্র : এনডিটিভি বাসচালককে জরিমানা হেলমেট না পরায় যাযাদি ডেস্ক বাইক চালানোর সময় হেলমেট থাকা বাধ্যতামূলক। না থাকলেই গুণতে হবে জরিমানা। কিন্তু বাস চালানোর সময় বাসচালককে হেলমেট পরতে হয় না। কিন্তু এই হেলমেট না পরার জন্যই এক বাসচালককে জরিমানা করেছে ভারতের উত্তরপ্রদেশের ট্রাফিক পুলিশ। বাসের চালক হেলমেট না পরায় তাকে ৫০০ রুপি জরিমানা করেছে গৌতম বুদ্ধ নগরের পুলিশ। চালক হেলমেট না পরায় গত ১১ সেপ্টেম্বর ওই জরিমানা করা হয়। গত শুক্রবার সেটি নজরে আসে। এ ঘটনার কথা জানতেই অবাক অনেকে। ওই বাস কোম্পানি জানায়, রাজ্যের পরিবহন দপ্তরের দুর্দশা এ ঘটনা থেকেই প্রমাণিত। সংবাদসূত্র : পিটিআই