সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যুবরাজের বিমানে যুক্তরাষ্ট্রে ইমরান যাযাদি ডেস্ক পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) একটি বিশেষ বিমানে করেই যুক্তরাষ্ট্রে গেছেন। জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববার যুক্তরাষ্ট্রে পা রেখেছেন ইমরান খান। জানা গেছে, কোনো ধরনের বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করতে ইমরান খানকে নিষেধ করেছেন এমবিএস। ইমরান খানের যুক্তরাষ্ট্র সফরের আগেই নাকি সৌদি যুবরাজ তাকে বলেছেন, 'আপনি আমাদের বিশেষ অতিথি। আপনি যুক্তরাষ্ট্রে যাবেন আমার বিশেষ বিমানে।' পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি পৌঁছে গেছেন। যুক্তরাষ্ট্রে সফরের আগে সৌদিতে দুইদিনের সফর করেছেন ইমরান খান। সেখানে তিনি কাশ্মীর ইসু্য নিয়ে এমবিএসের সঙ্গে আলোচনা করেন। সৌদি সফরকালে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সোউদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইমরান খান। এই দুই শীর্ষ নেতা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়েও আলোচনা করেছেন বলে পাক কর্তৃপক্ষ জানিয়েছে। সংবাদসূত্র : দুনিয়া নিউজ পাকিস্তানে বাস খাদে ২৬ জন নিহত যাযাদি ডেস্ক পাকিস্তানের উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তানের বাবুসর পাস এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৬ জনের প্রাণহানি ও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। রোববার সকালের দিকে বাবুসর পাসের কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। গিলগিট-বালতিস্তানের সরকারের মুখপাত্র বলেছেন, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যও রয়েছেন। তাদের উদ্ধারের পর চিলাসের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জেলার প্রধান এই হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিচয় জানার প্রক্রিয়া শুরু হয়েছে। দায়ামার পুলিশের মুখপাত্র মোহাম্মদ ওয়াকিল বলেন, রোববার রাতে বেসরকারি ওই যাত্রীবাহী বাসটি স্কার্দু থেকে রাওয়ালপিন্ডির উদ্দেশে যাত্রা শুরু করেছিল। সংবাদসূত্র : ডন যুক্তরাষ্ট্রে বারে গুলি, নিহত ২ যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার একটি স্পোর্টস বারে গুলিতে দুইজন নিহত ও আরও আটজন আহত হয়েছেন। শনিবার সাউথ ক্যারোলিনার ল্যাঙ্কাস্টার শহরের কাছে এ ঘটনা ঘটে। কাউন্টি শেরিফ দপ্তর জানিয়েছে, শনিবার ভোররাত পৌনে ৩টার দিকে ওল্ড স্কুল স্পোর্টস বার অ্যান্ড গ্রিলে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে বন্দুকধারী পালিয়ে আছে। এ ঘটনায় ১০ জন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে ঘটনাস্থলেই দুইজনের মৃতু্য ঘটেছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা সংকটজনক। ল্যাঙ্কাস্টারের কাউন্টি শেরিফ ব্যারি ফেইল বলেন, 'খুব বড় ধরনের সহিংসতার ঘটনা এটি, বহু লোক যার প্রত্যক্ষদর্শী।' গুলিবর্ষণের উদ্দেশ্য পরিষ্কার না হলেও স্থানীয় দ্বন্দ্বের জের হিসেবে ঘটনাটি ঘটেছে বলে শেরিফ দপ্তরের মুখপাত্র ডগলাস বারফিল্ড জুনিয়র শনিবার বিকালে জানিয়েছেন। গুলিবর্ষণের সময় ক্লাবটিতে কত লোক ছিল, তা জানা না গেলেও সেখানে বেশ ভিড় ছিল বলে জানিয়েছেন বারফিল্ড। সংবাদসূত্র : বিবিসি