'চুক্তিহীন ব্রেক্সিট হলে যুক্তরাজ্যের সম্পূর্ণ দায়'

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক একটি ব্রেক্সিট চুক্তিতে উপনীত হতে তিনি এবং তাদের প্রধান মধ্যস্থতাকারী সর্বোচ্চ চেষ্টা করছেন দাবি করে ইউরোপীয় কমিশনের প্রধান জঁ্য ক্লদে জাঙ্কার বলেছেন, এরপরও যদি কোনো চুক্তি না হয়, তবে তার সম্পূর্ণ দায় যুক্তরাজ্যের। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স জার্মানির একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ইউরোপীয় কমিশনের প্রধান জাঙ্কার বলেন, যুক্তরাজ্য যদি একটি সুশৃঙ্খল প্রক্রিয়া ছাড়াই ইইউ থেকে বেরিয়ে যায়, তবে তা উভয়পক্ষের জন্যই চরম বিপর্যয় বয়ে নিয়ে আসবে। তিনি বলেন, 'আমাদের প্রধান মধ্যস্থতাকারী মিশেল বার্নিয়ের এবং আমি একটি চুক্তিতে উপনীত হতে সম্ভাব্য সব কিছু করছি। কিন্তু শেষ পর্যন্ত যদি আমরা সফল হতে না পারি, তবে তার দায় সম্পূর্ণ যুক্তরাজ্যের।' আগামী ৩১ অক্টোবরের মধ্যে যুক্তরাজ্যকে ইইউ ছাড়তে হবে। ফলে হাতে সময় আর মাত্র একমাস। অথচ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন সম্পর্কোচ্ছেদের প্রক্রিয়ার পথরেখা নিয়ে আলোচনায় খুব সামান্যই অগ্রসর হয়েছেন। বরিসের পূর্বসূরি থেরেসা মে ইইউর নেতাদের সঙ্গে আলোচনা করে মতক্যের ভিত্তিতে একটি খসড়া ব্রেক্সিট চুক্তিতে উপনীত হয়েছিলেন।