সৌদি তেলক্ষেত্রে হামলার প্রমাণ চান রুহানি

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সৌদি আরবের তেল স্থাপনায় চলতি মাসে হামলা চালানোর ঘটনায় তেহরানকে অভিযুক্তকারী দেশগুলোকে প্রমাণ দেয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। জাতিসংঘ সাধারণ সভায় ভাষণ দেয়ার একদিন পর নিউইয়র্কে তিনি সাংবাদিকদের বলেন, 'এমন অভিযোগ যারা করেছে, এ ব্যাপারে তাদের অবশ্যই প্রমাণ দেয়া প্রয়োজন। আপনাদের কাছে কি সেই প্রমাণ রয়েছ?' সংবাদসূত্র : এএফপি, পার্স টুডে সৌদি আরবের আবকাইক ও খুরাইজ তেল স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইরানকে দায়ী করেছে। এতে সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেক হ্রাস পায়। এদিকে, প্রেসিডেন্ট রুহানি তার দেশের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদের মাধ্যমে ইরানি জনগণের ওপর যুক্তরাষ্ট্র যে অপরাধযজ্ঞ চালাচ্ছে, সে বিষয়ে জাতিসংঘ নিরব ভূমিকা পালন করায় সংস্থাটির কড়া সমালোচনা করেন তিনি। একইসঙ্গে তেহরানের বিরুদ্ধে মার্কিন সন্ত্রাসবাদের বিষয়ে নিরবতা ভেঙে দায়িত্বশীল ভূমিকা পালন করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন রুহানি। নিউইয়র্কে বুধবার জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনের অবকাশে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে এসব মন্তব্য করেন তিনি।