রাউল কাস্ত্রোর ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপস্নবী নেতা ফিদেল কাস্ত্রোর ভাই রাউল কাস্ত্রোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, মানবাধিকার লঙ্ঘন করেছেন রাউল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ক্ষমতসীন কমিউনিস্ট পার্টির প্রথম সচিবের বর্তমান দায়িত্ব পালনকালেই তিনি হাজার হাজার কিউবানকে আটক করেছেন। তাদের মধ্যে শতাধিক রাজনৈতিক বন্দিও রয়েছেন। সংবাদসূত্র : রয়টার্স এই নিষেধাজ্ঞার ফলে রাউল কাস্ত্রো আর ?যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। অবশ্য খুব শিগগিরই তার সেখানে যাওয়ার কথাও ছিল না। তবে এই নিষেধাজ্ঞার ফলে তার পরিবারও আর যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে না। তার মেয়ে ম্যারিও কাস্ত্রো এসপিন; যিনি এইচআইভি সচেতনতা ও সমকামী অধিকার নিয়ে আন্দোলন করছেন। তিনিও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। এর আগে ২০১২ সালে নিউইয়র্কে গিয়েছিলেন তিনি। ২০০৮ সালে কিউবার অবিসংবাদিত নেতা এবং নিজের ভাই ফিদেল কাস্ত্রোর স্থলাভিষিক্ত হয়েছিলেন রাউল কাস্ত্রো। গত এপ্রিলে অবসরে যাওয়ার ঘোষণা দেন তিনি। এরপর রাউল কাস্ত্রোর স্থলাভিষিক্ত হন তার প্রধান সহযোগী মিগুয়েল ডিয়াজ কানেল। প্রেসিডেন্ট হিসেবে অবসরে গেলেও ২০২১ সাল পর্যন্ত কিউবার কমিউনিস্ট পার্টির নেতৃত্বে থাকছেন রাউল।