সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
'রাসায়নিক অস্ত্রের ব্যবহার হয়েছে' যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী গত মে মাসে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। এর পাল্টা জবাব দেয়ার অঙ্গীকার ব্যক্ত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৃহস্পতিবার একথা বলেন। পম্পেও বলেন, বাশার সরকার বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি ইদলিবে ব্যাপক অভিযানের অংশ হিসেবে গত ১৯ মে ক্লোরিন গ্যাস ব্যবহার করে। তার মতে, যুক্তরাষ্ট্র এ ধরনের হামলা বরদাস্ত করবে না। ওয়াশিংটন এ হামলার কঠোর জবাব দেবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার বেসামরিক নাগরিকদের ওপর চালানো সহিংসতা বন্ধে এবং জাতিসংঘ নেতৃত্বাধীন রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে যুক্তরাষ্ট্র প্রতারণার আশ্রয় গ্রহণকারী বাশার সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্র এর আগেও সিরিয়ায় রাসায়নিক হামলা চালানোর ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিল। আন্তর্জাতিক তদন্ত কর্মকর্তারা বলেন, রাশিয়া সমর্থিত বাশার সিরিয়ায় গৃহযুদ্ধ অবসানে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বারবার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও সিরিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা বলেছিলেন। তবে এক্ষেত্রে তিনি চূড়ান্তভাবে পাল্টা সামরিক পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। সংবাদসূত্র : এএফপি অনলাইন পর্যটন ভিসা চালু করেছে সৌদি যাযাদি ডেস্ক সৌদি আরব শুক্রবার জানিয়েছে, তারা প্রথমবারের মতো পর্যটন ভিসা চালু করেছে। এ লক্ষ্যে শুক্রবার থেকেই অনলাইনে পর্যটন ভিসার জন্য বিশ্বের ৪৯টি দেশের নাগরিকদের আবেদন গ্রহণ শুরু করেছে। কেবলমাত্র তেল-নির্ভর অর্থনীতির ওপর ভরসা না করে এক্ষেত্রে বহুমুখী আয়ের উৎস সৃষ্টির অংশ হিসেবে সৌদি আরব তাদের দেশের কট্টর রক্ষণশীল অবস্থান থেকে বেরিয়ে এসে পর্যটকদের এ সুযোগ দিতে যাচ্ছে। তেল পরবর্তী যুগের জন্য বৃহত্তম আরব অর্থনীতির প্রস্তুতির ব্যাপারে যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের 'ভিশন ২০৩০' সংস্কার কর্মসূচির প্রধান পদক্ষেপগুলোর অন্যতম হচ্ছে পর্যটন খাত চালু করে এর বিকাশ ঘটানো। সৌদি আরবের তেল স্থাপনায় ভয়াবহ হামলার মাত্র দুই সপ্তাহ পর পর্যটক ভিসার ব্যাপারে এমন ঘোষণা দেয়া হলো। দেশটির তেল স্থাপনায় হামলার কারণে তাদের তেল উৎপাদন হ্রাস পায় এবং এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়। ওয়াশিংটন এ হামলার জন্য ইরানকে দায়ী করেছে। সংবাদসূত্র : এএফপি অনলাইন ইরানি বন্দর ছেড়েছে ব্রিটিশ ট্যাংকার যাযাদি ডেস্ক ছাড়া পেয়ে ইরানের বন্দর আব্বাস পোর্ট থেকে শুক্রবার রওনা দিয়েছে ব্রিটিশ পতাকাবাহী তেলের ট্যাংকার 'স্টেনা এমপারো'। সমুদ্র পরিবহন তথ্য পর্যালোচনাকারী সংস্থা 'রিফাইনিটিভ' জানিয়েছে, ট্যাংকারটির নতুন গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের রশিদ বন্দর। স্বাভাবিক গতিতে এটি ১২ ঘণ্টার মধ্যে আড়াইশো কিলোমিটার দূরের নতুন গন্তব্যে পৌঁছাবে। গত জুলাইয়ে সামুদ্রিক পরিবহনের শর্ত ভঙ্গের অভিযোগে হরমুজ প্রণালি থেকে ট্যাংকারটি আটক করে ইরানের বিপস্নবী গার্ড। তার দুই সপ্তাহ আগে জিব্রাল্টার প্রণালি থেকে ইরানের একটি ট্যাংকার আটক করে যুক্তরাজ্য। আগস্টে সেই ট্যাংকারটি ছেড়ে দেয়া হয়। তা সত্ত্বেও প্রায় দুই মাস আটক থাকার পর ছাড়া পেল ব্রিটিশ স্টেনা এমপারো। ব্রিটিশ পতাকাবাহী এই ট্যাংকারটির মালিক প্রতিষ্ঠান সুইডেনের স্টেনা বাল্ক। শুক্রবার ওই প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানান, ট্যাংকারটি বন্দর ছেড়েছে। সংবাদসূত্র : রয়টার্স \হ হাতির নিরাপত্তায় পাঁচ বন্দুকধারী যাযাদি ডেস্ক নাম তার রাজা। নামের মতো তার চলাফেরাও রাজকীয়। রাজা যখন দুলতে দুলতে রাস্তা দিয়ে যায়, তখন সবাই হাত তুলে প্রণাম করে। যার এমন রাজকীয় চলাফেরা তার তার সুরক্ষা বলয় তো রাজার মতোই হবে। তাই সবসময় তার সঙ্গে থাকে একদল সশস্ত্র দেহরক্ষী। 'রাজা' মূলত প্রায় সাড়ে ১০ ফুট লম্বা একটি হাতি। হাতি হলেও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির (ভিআইপি) থেকে রাজার গুরুত্ব কম নয়। তার পুরো নাম 'নাদুগামুওয়া রাজা'। দ্বীপরাষ্ট্র শ্রীলংকার সবচেয়ে লম্বা পোষা হাতির নাম রাজা। যার নিরাপত্তা দিতে একদল নিরাপত্তারক্ষী রেখেছে প্রশাসন। একে-৪৭ নিয়ে সব সময় তার পাশে থাকে পাঁচজন দেহরক্ষী। শ্রীলংকার সবচেয়ে বড় মন্দিরগুলোর পুরোহিতদের প্রথম পছন্দ বিশাল এই হাতি। তাই প্রতিদিনই কোনো না কোনো মন্দির থেকে আমন্ত্রণ আসে। শুধু তাই নয়, প্রতি বছর 'এসালা' বৌদ্ধ অনুষ্ঠানের সময়ে বুদ্ধের দেহাবশেষ বহনের গুরুদায়িত্বও থাকে রাজার কাঁধে। সংবাদসূত্র : এনডিটিভি