সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হওয়ার ডাক মোদির

'যুদ্ধ নয়, বুদ্ধ দিয়েছে ভারত'

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
দ্বিতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবার তার দেয়া ভাষণে মানবিকতার স্বার্থে সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে একজোট হওয়ার ডাক দিয়েছেন। সংবাদসূত্র : এনডিটিভি ২০ মিনিটের এ ভাষণে ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, 'সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বে সবার মধ্যে মতৈক্য এবং সবাই একজোট হওয়া প্রয়োজন। কারণ, মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাসবাদ।' সন্ত্রাসবাদ মানবতার যে ক্ষতি করছে, তার বিরুদ্ধে বিশ্ববাসীকে আরও ক্ষোভে জ্বলে উঠতে হবে বলে মন্তব্য করেন তিনি। শান্তির পথে ভারতের ঐতিহ্য বর্ণনা করে মোদি বলেন, 'ভারত বিশ্বকে যুদ্ধ নয়, বুদ্ধ দিয়েছে।' এদিন গৌতম বুদ্ধের পাশাপাশি স্বামী বিবেকানন্দের কথা উলেস্নখ করে মোদি বলেন, 'তিনি গোটা বিশ্বকে বলেছিলেন শান্তি এবং সম্প্রীতির পথে এগোতে। বিচ্ছিন্নতা, বিরোধিতার পথে নয়। আজও আন্তর্জাতিক গোষ্ঠীর উদ্দেশে আমাদের বার্তা এটাই।' মোদি তার ভাষণে বলেন, 'সন্ত্রাসবাদ কোনো একটি দেশের পক্ষে বিপজ্জনক নয়, এই বিপদ পুরো মানবজাতির। আমি বিশ্বাস করি, সবার স্বার্থেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো একান্ত জরুরি।' জাতিসংঘে সন্ত্রাসবিরোধী মিশনে ভারত থেকে নিহতের সংখ্যা যে সবচেয়ে বেশি, সে তথ্যও তিনি তার ভাষণে তুলে ধরেন। এর মধ্য দিয়ে ভারতের পক্ষ থেকে গোটা বিশ্বকে সম্প্রীতি ও শান্তির বার্তা দেন মোদি। ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে বিশ্ব উষ্ণায়ন প্রসঙ্গও। ভারত বিশ্ব উষ্ণায়ন থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে তিনি উলেস্নখ করেন। মোদি বলেন, ভারতকে একবার ব্যবহার্য পস্নাস্টিকমুক্ত করার জন্য বড় ধরনের প্রচার শুরু করা হচ্ছে। ২০২২ সালের মধ্যেই তিনি এ লক্ষ্য অর্জন করতে চান বলে জানান। এছাড়া, গত পাঁচ বছরে নানা ক্ষেত্রে ভারতের বেশ কিছু অর্জনও আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন মোদি। তিনি বলেন, এই পাঁচ বছরে ভারত বিশ্ব-বন্ধুত্ব ও বিশ্ব-কল্যাণের ঐতিহ্যকে গুরুত্ব দিয়েছে।