কানাডার জলবায়ু সমাবেশে লাখ লাখ মানুষ

ট্রুডোকেও একহাত নিলেন গ্রেটা

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
জলবায়ু ইসু্যতে কানাডায় মিছিলে গ্রেটা থানবার্গ
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে রাজনৈতিক নেতাদের কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করার লক্ষ্য নিয়ে কানাডার রাজপথে শুক্রবার লাখ লাখ মানুষ মিছিল করেছে। বিভিন্ন শহর ও মহানগরে এ ধরনের প্রায় একশ'টি আয়োজনে এসব মানুষ অংশ নেয়। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে কানাডায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিকভাবে স্কুলে আন্দোলন কর্মসূচি পালনের সূচনা করে সম্প্রতি জলবায়ু পরিবর্তনবিরোধী আন্দোলনকে জোরালো করে তুলেছেন সুইডেনের স্কুল শিক্ষার্থী গ্রেটা থানবার্গ। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন, শিল্পবিপস্নব পরবর্তী যুগে উন্নত দেশগুলোর মাত্রাতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৈশ্বিক উষ্ণতার মাত্রাকে ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে। এর কারণে জলবায়ু পরিবর্তন দানবীয় রূপ নিয়েছে। উষ্ণায়নের কারণে গলছে হিমবাহের বরফ, উত্তপ্ত হচ্ছে সমুদ্র, বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক ঋতুচক্র। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি, স্থানচু্যত হচ্ছে মানুষ। অভিবাসী কিংবা শরণার্থীতে রূপান্তরিত হচ্ছে তারা। কানাডায় জলবায়ু সুরক্ষার স্বার্থে বিক্ষোভ কর্মসূচির আয়োজকরা বলেন, মন্ট্রিলের পূর্বাঞ্চলের মিছিলেই যোগ দিয়েছে প্রায় পাঁচ লাখ মানুষ। কর্মকর্তারা স্থানীয় সংবাদমাধ্যমকে এই সংখ্যা তিন লাখ হতে পারে বলে জানিয়েছেন। অংশগ্রহণকারীর সংখ্যার হিসেবে পরিবেশ বিষয়ক যেকোনো বিক্ষোভে এটাই সবচেয়ে বড় সমাবেশ বলে ধারণা করা হচ্ছে। মন্ট্রিলে প্রায় পাঁচ লাখ মানুষের ওই মিছিলে নেতৃত্ব দিয়েছেন গ্রেটা। ট্রুডোও ছিলেন সেই মিছিলে। উলেস্নখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে জলবায়ু সমাবেশে যোগ দেয় তিন লাখ ১০ হাজার মানুষ। জলবায়ু পরিবর্তন-বিরোধী লড়াইয়ের প্রতীকে পরিণত হওয়া ১৬ বছর বয়সী স্কুল শিক্ষার্থী গ্রেটা থানবার্গ গত সোমবার জাতিসংঘে আয়োজিত এক সম্মেলনে বিশ্বনেতাদের কঠোর সমালোচনা করেন। মন্ট্রিলের কর্মসূচিতেও অংশ নিয়ে সেখানে প্রায় তিন লাখ আন্দোলনকারীর সামনে বক্তৃতা দেন। পরে সাংবাদিকদের বলেন, 'সবাইকে এগিয়ে আসতে দেখা উৎসাহব্যঞ্জক, সবাই প্রচুর উৎসাহ নিয়ে এগিয়ে আসছে আর ধর্মঘট পালন করছে। এটা একটা ভালো দিন, আমি বলতে পারি।' সফরের সময় তাকে মন্ট্রিল শহরের একটি চাবি উপহার দেন মেয়র ভ্যালেরি পস্নান্টে। ট্রুডোকেও একহাত নিলেন গ্রেটা এদিকে, কানাডায় জলবায়ু সমাবেশে যোগ দেয়ার পর সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন গ্রেটা থানবার্গ। পরে স্থানীয় আদিবাসী নেতাদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রুডোকেও একহাত নিয়েছেন গ্রেটা। প্রথম মেয়াদে কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার সময় ট্রুডো বৈশ্বিক উষ্ণতাবিরোধী লড়াইয়ের অগ্রনায়ক হিসেবে নিজেকে সামনে আনার চেষ্টা করেন। তবে তার সেই ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় ট্রান্স মাউন্টেন ওয়েল পাইপলাইন সম্প্রসারণ প্রকল্পে সমর্থন দেয়ার কারণে।