সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

দাবি ইরানের, প্রত্যাখ্যান ট্রাম্পের

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
দুই দেশের মধ্যে বৈঠকের বিনিময়ে ওয়াশিংটন তেহরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে দেশে ফিরে শনিবার তিনি এ দাবি করেন। সংবাদসূত্র : রয়টার্স রুহানি বলেছেন, ইউরোপীয় নেতাদের কাছে পাঠানো এক বার্তায় যুক্তরাষ্ট্র ওই প্রস্তাব দিলেও মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকায় ইরান তাতে সাড়া দেয়নি। নিষেধাজ্ঞা ও চাপের মধ্যে কোনো বৈঠক হতে পারে না। জাতিসংঘের অধিবেশনের সময় ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে বৈঠক আয়োজনে জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্স চেষ্টা করেছিল বলেও জানিয়েছেন তিনি। রুহানি জানান, দেশ তিনটির প্রধান বৈঠকের ব্যাপারে চাপ দিয়েছিলেন; আর যুক্তরাষ্ট্র বলেছিল, তারা সব নিষেধাজ্ঞা তুলে নেবে। এটা নিয়ে তর্ক-বিতর্ক চলছিল যে, কোন্‌ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। যুক্তরাষ্ট্র তখন স্পষ্টভাবে বলেছে, সব নিষেধাজ্ঞাই তুলে নেয়া হবে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিষেধাজ্ঞা তুলে নিতে ইরানের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন তিনি। তার ভাষ্য, 'বৈঠকে বসতে তাদের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছিল ইরান। আমি বলেছি- একদমই না।'