উত্তরপ্রদেশে বন্যায় ৪৭ জনের মৃতু্য

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অন্তত ৪৭ জন মারা গেছে এবং হাজার হাজার লোক ত্রাণকেন্দ্রে আশ্রয় নিয়েছে। গত ২৪ থেকে ৪৮ ঘণ্টায় টানা বৃষ্টির কারণে রাজ্যের দুটি নদীর পানি উপচে এ বন্যা দেখা দিয়েছে। বৃষ্টির কারণে বেশিরভাগ জেলায় শনিবার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া দপ্তরের শনিবারের পূর্বাভাসে রোববার পর্যন্ত ভারি বৃষ্টিপাত অব্যাহত কথা জানানো হয়েছে। শনিবার সকালে রিলিফ কমিশনের এক কর্মকর্তা জানান, 'বাড়ি ও দেয়াল-ধস, সাপের কামড়, পানিতে ডুবে এবং বজ্রপাতে রাজ্যের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত ৪৭ জনের মৃতু্যর খবর এসেছে।' শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজ্যের রাজধানী লক্ষ্নৌতে ৭৬.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরে বৃষ্টি কিছুটা কমে এলেও বিভিন্ন অঞ্চল পানিতে তলিয়ে গিয়ে সাময়িক বন্যা দেখা দিয়েছে; কোথাও কোথাও গাছগাছালি উপড়ে গেছে। উলেস্নখ্য, চলতি সপ্তাহের প্রথম দিকে পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্রে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটে। সংবাদসূত্র : এএফপি, এনডিটিভি