চীনের জাতীয় দিবসে আবারও বিক্ষোভে উত্তাল হংকং

বিক্ষোভে গুলিবিদ্ধ একজন দিনটিকে 'শোক দিবস' হিসেবে পালন হংকংয়ের বাসিন্দাদের

প্রকাশ | ০২ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
হংকংয়ে চীনবিরোধী বিক্ষোভ
যাযাদি ডেস্ক কমিউনিস্ট শাসনের ৭০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার চীন যখন শক্তি প্রদর্শনে মত্ত, ঠিক সেই সময় আবারও চীনবিরোধী বিক্ষোভ করেছে হংকংবাসী। বিক্ষোভের তীব্রতায় এদিন বন্ধ করে দেয়া হয় শহরটির ১৪টি সাবওয়ে স্টেশন। উত্তাল বিক্ষোভের এক পর্যায়ে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এছাড়া এদিন একজন গুলিবিদ্ধও হয়েছে। সংবাদসূত্র : বিবিসি, এএফপি অনলাইন, সিএনএন চীনের জাতীয় উদযাপনের দিনটিকে 'শোক দিবস' হিসেবে পালন করেছে হংকংয়ের বাসিন্দারা। স্থানীয় সাংবাদিক ইলাইন ইউ বলেন, 'বেইজিং যখন উদযাপনে ব্যস্ত, তখন হংকং শোকাহত।' তিনি আরও বলেন, 'হংকংয়ের বিক্ষোভকারীরা চীনের জাতীয় দিবসে শোক পালন করেছে। ব্যানার নিয়ে তারা উইঘুর ও তিব্বতিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।' জেমস ম্যা নামের এক বিক্ষোভকারী বলেন, "মঙ্গলবারের বিক্ষোভ সামনে রেখে কর্তৃপক্ষ ধরপাকড় চালিয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে খ্যাতনামা 'অ্যাক্টিভিস্ট'সহ বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন তাদের কর্ণকুহরে প্রবেশ করছে না।" এদিন বিক্ষোভ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করে আন্দোলনকারীরা। তার পোস্টারে ডিম ছুড়ে মারে বিক্ষোভকারীরা। জিনপিংয়ের ছবির ওপর নিজেদের স্স্নোগান স্প্রে করে বসিয়ে দেয় তারা। এদিন মুখোশ নিয়ে বিক্ষোভে অংশ নেন ২৭ বছরের এক ব্যক্তি। ম্যাক্স নামের ওই বিক্ষোভকারী বলেন, 'চীনের জন্য তার কোনো অনুভূতি নেই। ফলে দেশটির জাতীয় দিবসে তার জন্য উদযাপনের কিছু নেই। পুলিশি ধরপাকড়ের ফলে নিজের পরিচয় গোপন রাখতে মুখোশ পরে বিক্ষোভে অংশ নিয়েছেন বলেও জানান তিনি। বিক্ষোভে গুলিবিদ্ধ ১ এদিকে, এশিয়ার এই গুরুত্বপূর্ণ বাণিজ্য নগরীর সুয়েন ওয়ান এলাকায় মঙ্গলবার চীনের জাতীয় দিবসের প্রতিবাদে চলা বিক্ষোভের সময় ১৮ বছরের এক বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়েছে। গুলি ওই তরুণের বুকে লেগেছে। চীনের মূল ভূখন্ডে বন্দি প্রত্যর্পণ নিয়ে একটি প্রস্তাবিত বিল বাতিলের দাবিতে গত জুন মাসে হংকংয়ে আন্দোলন শুরু হয়েছিল। টানা আন্দোলনের মুখে ওই বিল প্রথমে 'মৃত' এবং পরে বাতিল ঘোষণা করা হলেও আন্দোলন থামেনি। বরং গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা এখন হংকংয়ের চীনপন্থি সরকারের পদত্যাগ দাবি করছে। আন্দোলনের বয়স তিন মাস পেরিয়ে গেলেও মঙ্গলবারের আগে সেখানে গুলিবিদ্ধের কোনো ঘটনা ঘটেনি।