দাবি কংগ্রেসের

'মোদি মহান' মন্ত্র জপলেই মিলছে বিশেষ ছাড়!

প্রকাশ | ০৩ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
'আপনি মহান'। নরেন্দ্র মোদি-অমিত শাহের কাছে এই মন্ত্র জপ করলেই নাকি সব ছাড় পাওয়া যায় বলে কংগ্রেসের অভিযোগ। আর তার প্রমাণ দিতেই বুধবার দিলিস্নতে সাংবাদিক বৈঠক করল তারা। তাতে হাজির ছিলেন দলের আইনজীবী নেতা অভিষেক মনু সিঙ্ঘভি ও নতুন মুখপাত্র প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা। গত কয়েকদিনে ঘটে যাওয়া তিনটি ঘটনা সামনে এনে নিজেদের অভিযোগ প্রমাণ করেন তারা। সংবাদসূত্র : এবিপি প্রথম ঘটনা সিকিমের। সেখানকার মুখ্যমন্ত্রী প্রেমসিংহ তামাং। ভোটে দাঁড়াননি, কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন। ফলে ছ'মাসে তাকে জিতে আসতে হবে। অথচ দুর্নীতির অভিযোগে এক বছর জেল খেটেছেন। ফলে নিয়মমাফিক ছ'বছর ভোটে লড়তে পারবেন না। কিন্তু নির্বাচন কমিশন তাদের অধিকার প্রয়োগ করে ভোট থেকে 'নির্বাসন'-এর মেয়াদ এক বছর করে দিল। যে এক বছর ইতিমধ্যেই পেরিয়ে গেছে। ফলে এখন অনায়াসে ভোটে লড়তে পারবেন তিনি। মনোনয়নও পেশ করেছেন প্রেমসিংহ। মনু সিঙ্ঘভি বলেন, 'এমন জাদু হলো কী করে? কারণ, সিকিমের মুখ্যমন্ত্রী ও তার দল বিজেপির সঙ্গী। নির্বাচন কমিশনও নির্বাসনের মেয়াদ কমানোর জন্য খুঁজে পেতে ১৯৭৭ সালের একটি নজির বের করে এনেছে। আমি নিজে লালুপ্রসাদের আইনজীবী। আমি তো লালুজিকে বলব, এখন থেকে তিনিও 'আপনি মহান' মন্ত্র জপ করুন। তার নির্বাসনও মওকুফ হবে।' দ্বিতীয় ঘটনা পাঞ্জাবের। গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা বিয়ন্ত সিংহের হত্যাকারী বলবন্ত সিংহ রাজওয়ানার মৃতু্যদন্ড বদলে যাবজ্জীবন সাজা করেছে। আরও আট শিখ বন্দির শাস্তি লঘু হয়েছে। রাজওয়ানা কোনও দিন ফাঁসি মওকুফের আর্জি জানাননি। জানিয়েছিল বিজেপির শরিক অকালি দল ও শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ অবশ্য বরাবর মৃতু্যদন্ডের বিরোধী। কিন্তু তিনি আজ জানান, এই সিদ্ধান্তে তার সরকারের কোনও হাত নেই। তবে বিয়ন্ত সিংহের সাংসদ-নাতি রবনীত বলেন, 'আমি স্তম্ভিত। এ তো কালো দিন।' আর মনু সিঙ্ঘভির বক্তব্য, 'রাজওয়ানা শুধু মুখ্যমন্ত্রীরই হত্যাকারী নন, আরও ১৬ জনের হত্যার জন্য দায়ী।'