ভারতে বন্যায় ১৬০০ জনের মৃতু্য

প্রকাশ | ০৩ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক গত জুন থেকে প্রবল বৃষ্টি ও বন্যায় ভারতে মৃতের সংখ্যা বেড়েই চলছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত তথ্যে দেখা গেছে, চলতি বছর বন্যা ও প্রবল বর্ষণে এক হাজার ৬০০ জন মারা গেছেন। সংবাদসূত্র : এনডিটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে দেয়াল ও ভবন ধসে হতাহতের ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে বন্যাসংক্রান্ত ঘটনায় ৩৭১ জন মারা গেছে। এই সংখ্যা দেশটির অন্যান্য রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি। উত্তরপ্রদেশে প্রবল বর্ষণের কারণে আট শতাধিক বাড়ি ও কৃষিজমি তলিয়ে গেছে। ভারতে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল স্থায়ী হয়। চলতি বছর দেশটিতে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা গত ৫০ বছরের গড়ের তুলনায় ১০ শতাংশ বেশি। এছাড়া এবার বর্ষা মৌসুম অক্টোবর পর্যন্ত অর্থাৎ আরও একমাস স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই কর্মকর্তা জানিয়েছেন, গত শুক্রবার থেকে প্রবল বৃষ্টি ও বন্যার কারণে উত্তরপ্রদেশ ও বিহারে ১৪৪ জন মারা গেছে।