সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৩ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
অভিবাসীদের 'গুলি' করতে বলেছিলেন ট্রাম্প! যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী অভিবাসীদের পায়ে গুলি করার পরামর্শ দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নিউইয়র্ক টাইমসের দুই সাংবাদিকের লেখা একটি বইয়ে এই তথ্য পাওয়া গেছে। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে আসতে থাকা অভিবাসীদের ঠেকাতে এমন কঠোর ছিলেন ট্রাম্প। গত কয়েক মাসে ব্যাপক হারে বেড়েছে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ। জলে ভেসে আসা এল সালভেদরের এক অভিবাসী ও তার মেয়ের পানিতে ভেসে আসা নিথর মরদেহের ছবি ভাবিয়ে তোলে সবাইকে। সবার চোখের সামনে যেন ভেসে উঠেছে সিরীয় শিশু আয়লান কুর্দির নিথর দেহ। সংবাদসূত্র: রয়টার্স মালিতে জঙ্গি হামলায় ২৫ সেনা নিহত যাযাদি ডেস্ক মালির দুইটি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় কমপক্ষে ২৫ সেনা নিহত হয়েছে। ওই হামলায় আরও চার সেনা আহত হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও ৬০ সেনা। সোমবার বুলকেসি শহর এবং বুরকিনা ফাসো সীমান্তের কাছে মোন্দোরোতে হামলা চালায় জঙ্গিরা। মালি সরকারের তরফ থেকে বলা হয়েছে, জঙ্গিরা হামলা চালালে সেনারাও পাল্টা জবাব দেয়। সেনাবাহিনীর হামলায় ১৫ জঙ্গি নিহত হয়েছে। তারা জঙ্গিদের কাছ থেকে তাদের ঘাঁটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে সেনাবাহিনীর অনেক অস্ত্রশস্ত্র এবং যানবাহন জঙ্গিদের দখলে চলে গেছে। ংবাদসূত্র : বিবিসি ভারত মাথায় আঘাত করে বিজ্ঞানীকে হত্যা যাযাদি ডেস্ক ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের (এনআরএসসি) এক বিজ্ঞানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার হায়দরাবাদে অবস্থিত ওই বিজ্ঞানীর অ্যাপার্টমেন্ট থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। শহরের কেন্দ্রে অবস্থিত আমপ্রিত এলাকায় অন্নপূর্ণা অ্যাপার্টমেন্টে এস সুরেশকে তার নিজের ফ্ল্যাটে অজ্ঞাত কেউ হত্যা করে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। কেরালার বাসিন্দা সুরেশ ওই ফ্ল্যাটে একাই থাকতেন। মঙ্গলবার তিনি অফিসে না যাওয়ায় তার সহকর্মীরা তার মোবাইলে ফোন করেন। কিন্তু কেউ ফোন ধরছিল না। তার স্ত্রী ইন্দিরা চেন্নাইয়ের একটি ব্যাংকে চাকরি করেন। তিনি সেখানেই থাকেন। সংবাদসূত্র : এনডিটিভি