ব্রিটিশ প্রধানমন্ত্রীর ব্রেক্সিট পরিকল্পনাকে স্বাগত ইইউর

প্রকাশ | ০৪ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নতুন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এখনো দুই পক্ষের মাঝে অনেক দূরত্ব থেকে গেছে বলে জানিয়েছে সংস্থাটি। সংবাদসূত্র : বিবিসি বুধবার ব্রেক্সিট পরিকল্পনা প্রকাশ করেন বরিস জনসন। এর আওতায় উত্তর আয়ারল্যান্ড পণ্যের জন্য ইউরোপের একক বাজারে থাকবে তবে কেন্দ্রীয় শুল্ক ছেড়ে দেবে। উত্তর আয়ারল্যান্ডের আইন পরিষদে প্রথমে এই প্রস্তাবটি পাস হতে হবে, আর তা বজায় থাকবে কিনা, তা চার বছর পরপর ভোটের মাধ্যমে নির্ধারণ করতে পারবে। পরিকল্পনা প্রকাশের পর বুধবার নিজ দল কনজারভেটিভ পার্টির সম্মেলনে বরিস বলেছেন, ব্রেক্সিট বাস্তবায়নে এই প্রস্তাবের বাইরে হাতে থাকা একমাত্র বিকল্প হলো চুক্তিহীন ব্রেক্সিট। বরিস জনসন আশা করছেন, এই প্রস্তাব সবাই মেনে নেবেন। ইউরোপীয় কমিশন প্রধান জঁ্য ক্লদ জাঙ্কার এই 'ইতিবাচক অগ্রগতি'কে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এখনো কিছু সমস্যা থেকে গেছে।