মোদিকে চিঠি লেখার জের

ভারতে বিশিষ্ট ৫০ নাগরিকের বিরুদ্ধে এফআইআর

প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতে ক্রমাগত গণপিটুনিতে মৃতু্যর ঘটনা, আক্রমণের স্স্নোগান হিসেবে 'জয় শ্রীরাম'র ব্যবহারসহ একাধিক 'দুঃখজনক ঘটনা' নিয়ে উদ্বিগ্ন বিশিষ্ট ৫০ নাগরিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে খোলা চিঠি পাঠিয়েছিলেন। সেই ব্যক্তিদের বিরুদ্ধে এবার বিহারের মুজাফফরপুর থানায় এফআইআর করা হয়েছে। সংবাদসূত্র : এনডিটিভি সম্প্রতি দেশটিতে মুসলমান বা দলিত সম্প্রদায়ের লোকজনকে সংঘবদ্ধ মারধর বা গণপিটুনির যেসব ঘটনা ঘটেছে, তার অনেকগুলোতেই আক্রান্তদের জোর করে 'জয় শ্রীরাম' বলতে বাধ্য করা হয়েছিল। হিন্দু দেবতা শ্রীরামচন্দ্রের জয়ধ্বনি কীভাবে 'মার্ডার ক্রাই' বা 'হত্যাকান্ডের হুঙ্কার' হয়ে উঠলো, তা নিয়ে সে সময় বিশিষ্টজনরা উদ্বেগ প্রকাশ করে। মোদির কাছে চিঠি পাঠানোর বিষয়ে দুই মাস আগে বিহারের মুজাফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সূর্যকান্ত তিওয়ারির কাছে একটি পিটিশন দাখিল করেছিলেন সুধীর কুমার ওঝা নামের এক আইনজীবী। সেই পিটিশনকে ঘিরে একটি 'অর্ডার' পাস করেন ম্যাজিস্ট্রেট। সেই অর্ডারের ভিত্তিতেই ৫০ জনের বিরুদ্ধে এফআইআর করেন তিনি। অভিযোগে সুধীর কুমার বলেন, 'এই চিঠি লিখে তারা দেশের মান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিশ্রমকে খাটো করতে চেয়েছেন। তারা দেশদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করেছেন। এটা মেনে নেয়া যায় না। তাই আমি এফআইআর করেছি।' পুলিশ সূত্রে জানা গেছে, আইপিসির একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রের বিরোধিতা করা, অস্থিরতা তৈরি করা, ধর্মীয় ভাবাবাগে আঘাত, শান্তি বিঘ্ন করার চেষ্টা প্রভৃতি। উলেস্নখ্য, গত ২৪ জুলাই প্রধানমন্ত্রীকে পাঠানো ওই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন রামচন্দ্র গুহ, শ্যাম বেনেগল, সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, অমিত চৌধুরী, গৌতম ঘোষ, অনুরাগ কাশ্যপ, ড. পার্থ চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, মনিরত্নম, শুভা মুদগলসহ দেশটির খ্যাতনামা ব্যক্তিরা। এদিকে, দেশটির ৫০ জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা হওয়ায় মুখ খুলেছেন সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।