ভারতের ভবিষ্যৎ অন্ধকার দেখছেন মমতা

প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের ভবিষ্যৎ অন্ধকার দেখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৬'-এ নিজের কলামে ভারতের সাম্প্রতিক অবস্থা নিয়ে এমন আশঙ্কা ব্যক্ত করেছেন তিনি। সংবাদসূত্র : এবিপি নিউজ 'কিছু কথা কিছু ব্যথা' শীর্ষক কলামে মমতা লিখেছেন, 'এবার লিখতে বসে মনটা ভারাক্রান্ত। দেশের কী হবে? আমরা সবাই এক থাকতে পারব তো? এমন একটি সরকার দিলিস্নর ক্ষমতায় এসেছে, যারা গণতন্ত্র মানে না। সংবিধান মানে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না। মানুষের মৌলিক অধিকারের কোনো মূল্য এরা দেয় না। দেশকে একদলীয় ব্যবস্থার পথে ঠেলে দিয়ে সুপার এমার্জেন্সি কায়েম করা হয়েছে। শুধু বিজেপি থাকবে। আর সবাই জেলে যাবে। যে প্রতিবাদ করবে, তার পেছনে এজেন্সি লাগিয়ে দেয়া হচ্ছে। দেশের এত খারাপ সময় স্বাধীনতার এই ৭২ বছরে কখনো আসেনি।' মমতার মতে, 'এরা যদি রাজনীতি করতো কিছু বলার ছিল না। এদের কাজ শুধু ভাগাভাগি।